এটি ভারতের একমাত্র রেলপথ, যেখানে মাত্র ৩ কিমি যেতে খরচ হয় ১২৫৫ টাকা

Amarnath Dutta

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। ভারতীয় রেলের এই জনপ্রিয়তা বৃদ্ধির মূল কারণ হলো কম খরচ এবং স্বাচ্ছন্দে যাতায়াত। দেখা যায় এত বেশি সংখ্যক মানুষ রেলের উপর নির্ভর যে ভারতীয় রেলকে গণপরিবহনের লাইফ লাইন ধরা হয়।

Advertisements

তবে ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করলেও অনেকেই রেলের বেশ কিছু নিয়ম-কানুন এবং ইতিহাস সম্পর্কে জানেন না। এই যেমন ট্রেনে যাতায়াত করার জন্য খরচ কমের কথা বলা হলেও ভারতীয় রেলে এমন একটি রুট রয়েছে যেখানে মাত্র তিন কিলোমিটার পথ যেতে যাত্রীদের খরচ হয় ১২৫৫ টাকা।

Advertisements

বিষয়টি অবাক করার মতোই। তবে ভারতবর্ষেই এইরকম একটি রুট রয়েছে। এমন যে রূপটির কথা বলা হচ্ছে, সেই রুটটি হল নাগপুর থেকে অজনি। এই রূপের মোট দৈর্ঘ্য হল তিন কিলোমিটার। এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে সময় লাগে মাত্র ৮ থেকে ৯ মিনিট। কিন্তু এর জন্য যাত্রীদের ১২৫৫ টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়।

Advertisements

আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপ থেকে এই রুটে যে সকল ট্রেন চলে তার মধ্যে সেবাগ্রাম এক্সপ্রেস অন্যতম। এই ট্রেনটিতে নাগপুর থেকে অজনি স্টেশন পর্যন্ত তিন কিলোমিটার পথ যেতে 2S ভাড়া পড়ে ৬০ টাকা। স্লিপার ক্লাসের জন্য ভাড়া পড়ে ১৭৫ টাকা। 3A ক্লাসের জন্য ভাড়া পড়ে ৫৫৫ টাকা। 2A ক্লাসের জন্য ভাড়া দিতে হয় ৭৬০ টাকা।

অনেকেই ভাবতে পারেন তাহলে হয়তো এই ট্রেনটির ভাড়ায় এত বেশি। কিন্তু তা নয়। পুনে গরিব রথ যাতে 3A ভাড়া দিতে হয় ২৮০ টাকা। এর পাশাপাশি অন্যান্য যে সকল ট্রেন এই রুটে চলাচল করে তাদের প্রতিটির ভাড়া প্রায় একই রকম। সবচেয়ে বেশি ভাড়া যদি ধরা হয় তাহলে বিধর্ম এক্সপ্রেসে 1A ভাড়া পড়ে ১২৫৫ টাকা।

Advertisements