নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনের (Train) উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। ট্রেনের উপর এমন নির্ভরশীলতার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। তবে কম খরচ এবং স্বাচ্ছন্দে ট্রেনে যাতায়াত করার সুযোগ মিললেও অনেক নিয়ম রয়েছে যেগুলি যাত্রীদের মেনে চলা বাধ্যতামূলক।
ট্রেনে সফর করার সময় যে সকল নিয়ম রয়েছে তার মধ্যে একটি অন্যতম নিয়ম হলো ধূমপান করা নিয়ে বিধি নিষেধ। বহু যাত্রীকেই দেখা যায় ট্রেনের কামরায় অথবা গেটে দাঁড়িয়ে ধূমপান করেন। আবার অনেকেই রয়েছেন যারা শৌচাগার বা টয়লেটে গিয়ে ধূমপান করেন। যদি প্রশ্ন করা হয় ট্রেনের মধ্যে ধূমপান করা কি যেতে পারে? তাহলে সেই প্রশ্নের উত্তর অবশ্যই না। তাহলে টয়লেটে?
এমনিতে শুধু ট্রেন নয় প্রকাশ্যে ধূমপান করা যে কোনো জায়গাতেই নিষিদ্ধ। সেক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করলে ধূমপায়ীদের জরিমানার সম্মুখীন হতে হয়। ট্রেনে প্রকাশ্যে ধূমপান করলে রেলের আইন অনুযায়ী ১৬৭ ধারায় ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এবার আসা যাক ট্রেনের টয়লেটে ধূমপান করার ক্ষেত্রে কি নিয়ম রয়েছে।
ট্রেনের কামরায় অথবা দরজায় দাঁড়িয়ে যেমন ধূমপান করা যায় না ঠিক সেইরকমই ট্রেনের টয়লেটেও ধূমপান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এক্ষেত্রেও রেলওয়ে বোর্ডের জিরো টলারেন্স নীতি অনুযায়ী যদি কোন যাত্রী টয়লেটে দাঁড়িয়ে ধূমপান করা অবস্থায় ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধেও রেলওয়ে আইনের ১৬৭ ধারা প্রয়োগ করা হয়।
ট্রেনে আগুন যাতে না লাগে তার জন্য রেলওয়ের বিভিন্ন কোচে আগুন এবং ধোঁয়া সনাক্তকরণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অন্যদিকে রেলের আইন অনুযায়ী জরিমানার পাশাপাশি COTPA আইন অনুযায়ী কোন যাত্রী যদি ট্রেনে ধূমপান করে থাকেন তাহলে তাকে ২০০ টাকা জরিমানা দিতে হয়।