‘গল্পে গরু গাছে ওঠে’, বরের দ্বিতীয় বিয়ে ঠেকাতে যোগিনী বেশে হাজির প্রথম স্ত্রী

Antara Nag

Published on:

Advertisements

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) এক জনপ্রিয় ধারাবাহিক (Mega Serial) নিম ফুলের মধু (Nim Fuler Madhu)। এই ধারাবাহিক শুরু থেকেই নানা কারণে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ট্রোলের (Troll)শিকার হয়ে চলেছে। সম্প্রতি আবার এমনি এক কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হলো হাসাহাসি।

Advertisements

নিম ফুলের মধু ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে পল্লবী শর্মাকে (Pallabi Sharma)। এতদিন তাঁকে সকলে জবা বলেই চিনে এসেছে। কারণ তিনি দীর্ঘ বছর ধরে স্টার জলসার কে আপন কে পর (Ke Apon Ke Por) ধারাবাহিকে (Mega Serial) জবার চরিত্রে অভিনয় করেছেন। বাংলার ঘরে ঘরে তিনি পল্লবীর বদলে জবা বলেই বেশি পরিচিত। কে আপন কে পর ধারাবাহিক বন্ধ হওয়ার পর পল্লবীকে আর ছোটপর্দায় দেখা যায়নি। এবার বহুদিন পর তিনি ছোটপর্দায় ফিরে এসে আবার সকলের মনে জায়গা করে নিয়েছেন। এই সিরিয়ালে তাঁর সঙ্গে মুখ্য পুরুষ চরিত্রে রয়েছেন রুবেল (Rubel Das)। রুবেলকে এর আগে যমুনা ঢাকি, ভানুমতির খেল, ইত্যাদি ধারাবাহিকে দেখা গিয়েছে।

Advertisements

সম্প্রতি নিম ফুলের মধু (Nim Fuler Madhu) ধারাবাহিকের একটি দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে। ওই ধারাবাহিকেরই একটি প্রোমো শেয়ার করা হয়েছে গতকাল অর্থাৎ সোমবার। সেখানেই দেখা যাচ্ছে সৃজন (Rubel Das) -এর দ্বিতীয় বার বিয়ে দিতে চাইছেন তাঁর মা। ছেলে মায়ের বাধ্য হয়ে দ্বিতীয় স্ত্রীর কপালে সিঁদুর পরাতে যাবেন এমন সময়েই সেখানে হাজির পর্ণা (Pallabi Sharma)।

Advertisements

তাঁর যোগিনী বেশ, হাতে রয়েছে ত্রিশুল। অথচ বাড়ির বৌমাকে চিনতেই পারলেন না কেউই। যোগিনিকে দেখে শাশুড়ি জিজ্ঞাসা করলেন, তিনি কী চান? উত্তরে সেই ভেকধারী প্রথম বৌমা বলে ওঠে, তার বাবুকে। আসলে পর্নার শাশুড়ি মা তার ছেলেকে যে ওই ‘বাবু’ বলেই ডাকে। আর ওই ভিডিয়ো আসতেই নেটিজেনদের ট্রোল (Troll) শুরু হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) কমেন্ট করে তারা বলেন, এত বছর সংসার করার পরেও শাশুড়ি চিনতে পারল না বৌমাকে। এটা সিরিয়াল বলেই সম্ভব। অনেকেই আবার ২০২৩ -এ দাঁড়িয়ে দ্বিতীয় বিয়ে দেওয়া নিয়েও করেছেন কটাক্ষ। যদিও তাতে সিরিয়ালের কিছু যায় আসে না। এক শ্রেণীর দর্শকের মধ্যে এই সিরিয়ালটি বেশ জনপ্রিয়। তাই এটি অল্প কিছুদিনের মধ্যেই প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে।

Advertisements