তিনি না থাকলে টাকা অচল! কবে থেকে, কেন ভারতীয় নোটে থাকে গান্ধীজির ছবি!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টাকা প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছেই অন্যতম এক অমূল্য সম্পদ। আবার লক্ষ্য করলে দেখা যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) স্বীকৃত প্রতিটি ভারতীয় নোটেই (Indian Rupee Note) থাকে গান্ধীজীর (Mahatma Gandhi) ছবি। একটি নয়, প্রতিটি নোটেই দুটি গান্ধীজীর ছবি লক্ষ্য করা যায়। আর ভারতীয় নোটে যদি গান্ধীজীর ছবি না থাকে তাহলে সেই নোট অচল বলেই ধরা হয়। এখন প্রশ্ন হল, কেন ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করা হয়ে থাকে?

Advertisements

দেশ স্বাধীন হওয়ার পর ভারতে যে নোটের প্রচলন হয়েছিল তাতে প্রথমদিকে গান্ধীজীর ছবি ছিল না। কেবলমাত্র অশোক স্তম্ভের ব্যবহার হত। এর সঙ্গে সঙ্গে ব্যবহার করা হতো বেশ কিছু জাতীয় চিহ্নের। তবে ব্যক্তি বিশেষের ছবি ব্যবহার করার রীতি ছিল না। শোনা যায়, সেই সময় নোট সহজেই জাল করা যেত এবং এইভাবে নোট জাল হওয়া রীতিমতো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

Advertisements

অন্যদিকে গান্ধীজীর প্রসঙ্গ টানলে বলা যায়, দেশ স্বাধীনতা লাভের পিছনে মহাত্মা গান্ধীর ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি দেশবাসীকে শিখিয়েছিলেন, কিভাবে অহিংস পদ্ধতিতে ইংরেজদের চোখে চোখ রেখে আন্দোলন করা যায়। এর পাশাপাশি তার থেকেই আপামর দেশবাসী শিখেছিলেন তার আদর্শ, তার সাধারণ জীবনযাপনের পদ্ধতি। এইসবের কারণেই তিনি হয়ে উঠেছিলেন ‘বাপু’।

Advertisements

অন্যদিকে যখন ভারতীয় নোটে কোন ব্যক্তির ছবি ব্যবহার করা হতো না তখন জাল নোটের পরিমাণ এমনভাবে বৃদ্ধি পায় যে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (RBI) তড়িঘড়ি নড়ে চড়ে বসতে বাধ্য হতে হয়। সমস্যা মেটাতে তাদের তরফ থেকে নোটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই ১৯৬৯ সালে ভারতীয় নোটে আসতে শুরু করে আমূল পরিবর্তন। তখনই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভারতীয় নোটে কোনো ব্যক্তির ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ভারতীয় নোটে কোন ব্যক্তির সিদ্ধান্ত নেওয়া হয় মূলত বস্তুর থেকে মানুষের ছবি নকল করা কঠিন এই চিন্তা-ভাবনা থেকেই। যদিও সেই সময় নোটে গান্ধীজীর ছবি ছিল না। গান্ধীজীর ছবি ব্যবহার করা শুরু হয় মূলত ১৯৮৭ সাল থেকে। সেই বছরই ৫০০ টাকার নোটে গান্ধীজীর ছবি ছাপানো হয়েছিল। এরপর বহুবার ভারতীয় নোটের ধরণে বদল এলেও গান্ধীজিকে নোট থেকে সরানো হয়নি। বরং একটি ছবির বদলে গান্ধীজীর দুটি ছবির ব্যবহার শুরু হয়। এমনকি গান্ধীজীর যে ছবিটি ব্যবহার করা হয় সেটিও একটি বিশেষ ছবি। জানা যায় এই ছবিটি ১৯৪৬ সালে তোলা হয়েছিল। যদিও ভারতীয় নোটে গান্ধীজীর ছবি কেন ব্যবহার করা হয় এর সঠিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। শুধু এটুকুই মনে করা হয়, সার্বজনীন গ্রহণ যোগ্যতা এবং সার্বজনীন পরিচিতি পরিপ্রেক্ষিতেই তার ছবি ব্যবহার করা হয়ে থাকে।

Advertisements