দূর হল কার্নিভাল দেখতে যাওয়ার চিন্তা, চলবে বাড়তি বাস মেট্রো, দেখে নিন সময়সূচী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শেষ হয়ে গিয়েছে দুর্গাপুজো (Durga Puja 2023)। তবে দুর্গাপুজোর রেস এখনো শেষ হয়নি। এখনও দুর্গাপুজোর রেস বাঁচিয়ে রেখেছে কার্নিভাল (Durga Puja Carnival)। গত বছরের মতো এই বছরও রাজ্যের জেলায় জেলায় কার্নিভালের আয়োজন হচ্ছে। বৃহস্পতিবার থেকেই এই কার্নিভাল শুরু হচ্ছে জেলায় জেলায়, তবে মূল কার্নিভাল অর্থাৎ তিলোত্তমার কার্নিভাল রয়েছে শুক্রবার।

Advertisements

গত কয়েক বছর ধরেই কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিরাট আকারে এই কার্নিভালের আয়োজন করা হয়ে আসছে। তিলোত্তমার বুকে আয়োজিত এই কার্নিভালকে ঘিরে প্রতিবছর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। এই বছরও তার অন্যথা হবে না, যে কারণে কার্নিভালে যাওয়া এবং আসার জন্য যাতে কারো অসুবিধা না হয় তার জন্য বাড়তি বাস ও মেট্রোর বন্দোবস্ত করা হয়েছে।

Advertisements

শুক্রবার রেড রোডে আয়োজিত কার্নিভাল দেখার জন্য পুজো উদ্যোক্তারা এবং হাজার হাজার মানুষের সমাগম হবে এমনটা বুঝতে পেরেই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্নিভালের জন্য শুক্রবার মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো রেল। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে ২৫২ টি মেট্রো রেক চালানো হবে। এমনিতে সাধারণত ২৩৪ টি রেক চালানো হয়। এক্ষেত্রে ১৮ টি রেক বাড়তি চালানো হবে।

Advertisements

শুক্রবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী প্রথম মেট্রো চালানো হবে সকাল ৬:৫০ মিনিটে। একই সময়ে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত চালানো হবে মেট্রো। সকাল সাতটায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো চলবে। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো চলবে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো চালানো হবে রাত ১১ঃ১০ মিনিটে। একই সময়ে শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ থেকে দমদম।

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে বাড়তি মেট্রো চালানোর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে শুক্রবার বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে ২৩ টি অতিরিক্ত বাস চালানো হবে। যে সকল বাসগুলি চলবে মূলত এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর এবং বিমানবন্দর-নবান্ন রুটে।

Advertisements