Train Ticket Checking: চেতনা অতীত, এবার এসে গেল প্রগতি! এই সকল রেল যাত্রীদের কপালে নাচছে দুর্গতি

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা সম্পর্কে ভারতীয় নাগরিকদের নতুন করে কিছু বলার নেই। ভারতীয় রেল (Indian Railways) প্রতিদিন দেশের প্রায় দু’কোটি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। যে কারণে ভারতীয় রেল এখন ভারতীয় নাগরিকদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিষেবায় পরিণত হয়েছে।

প্রতিদিন দেশের এই বিপুলসংখ্যক মানুষদের দায়িত্বের সঙ্গে গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতীয় রেল যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ঠিক সেই রকমই যাত্রীদেরও রেল পরিষেবা উপভোগ করতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। যে সকল নিয়ম মেনে চলতে হয় তার মধ্যে অন্যতম একটি নিয়ম হলো বৈধ টিকিট বুকিং করেই ট্রেনে চড়া। আর তা না হলেই রেলের তরফ থেকে ধরপাকড় (Train Ticket Checking) করা হয়ে যাত্রীদের।

অন্যান্য যানবাহনের তুলনায় ট্রেনের টিকিটের ভাড়া অনেক কম হলেও আবার ট্রেনেই বিপুল সংখ্যক যাত্রীরা টিকিট না কেটেই ভ্রমণ করে থাকেন। তারা যেন ট্রেনকে নিজেদের বাপত্তি সম্পত্তি ভেবে রাজার মতো উঠে পড়েন আর দিনের পর দিন দেশের অর্থনৈতিক ক্ষতি করে চলেছেন। এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য দিন কয়েক আগেই রেলের তরফ থেকে চেতনা নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। যে কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিনা টিকিটের যাত্রীদের সচেতন করা।

আরও পড়ুন 👉 Vande Bharat Express Water Leakage: বর্ষাকে হারিয়ে বন্দে ভারতের কামরায় তুমুল বৃষ্টি, মোটা টাকায় টিকিট কেটে বিপত্তি যাত্রীদের

তবে কথায় আছে অভ্যাস মানুষের এত সহজে বদলানো যায় না। যে কারণে বারবার সচেতন করার পরেও দেখা যাচ্ছে বিপুল সংখ্যক যাত্রীরা আগের মতই টিকিট বুকিং না করেই ট্রেনে চড়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে এবার পূর্ব রেল নড়েচড়ে বসলো এবং কড়া পদক্ষেপ নিল। পূর্ব রেলের কড়া পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এবার যে কর্মসূচি চালু করা হয়েছে তার নাম হলো প্রগতি।

পূর্ব রেলের তরফ থেকে প্রগতি নামে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচি ফাঁকি দিয়ে বিনা টিকিটে যাত্রীদের ট্রেনে চড়া একপ্রকার দুঃসাধ্য। যে কারণে এমন কাজ যে সকল যাত্রীরা করে থাকেন তাদের এক্ষুনি অভ্যাস ত্যাগ করতে হবে আর তা না হলে তাদের কপালে দুর্গতি নাচবে তা নিয়ে কোন সন্দেহ নেই। নতুন এই কর্মসূচির মধ্য দিয়ে রেল কর্মীরা মাঝ রাস্তায় ট্রেন থামিয়ে টিকিট পরীক্ষার অভিযান চালাবে। নতুন এই কর্মসূচির অংশ হিসেবে টিকিট পরীক্ষকরা আচমকা দুই স্টেশনের মাঝে ট্রেনে উঠে পড়তে পারেন এবং তারপর একসঙ্গে বিপুলসংখ্যক টিকিট পরীক্ষক গোটা ট্রেন জুড়ে অভিযান চালাবেন। এমন ঘটনায় বিনা টিকিটের যাত্রীদের ফাঁকি দিয়ে পালানোর উপায় থাকবে না।