BSNL Unlimited Call: খরচ বাড়াতেই Jio, Airtel, Vi-এর দিন শেষ! এবার সবচেয়ে সস্তায় আনলিমিটেড কল দিচ্ছে BSNL

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা দেশের নাগরিকদের পরিষেবা দিয়ে থাকে তাদের মধ্যে রয়েছে তিনটি বেসরকারি টেলিকম সংস্থা এবং একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা রয়েছে একটি। বেসরকারি টেলিকম সংস্থাগুলি হলো Jio, Airtel, Vi আর রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। এই সকল টেলিকম সংস্থার পরিচয় নিয়ে নতুন করে কিছু বলার নেই।

প্রযুক্তি থেকে শুরু করে পরিষেবা ইত্যাদির দিক দিয়ে দেশে যে দুটি টেলিকম সংস্থা সবার উপরে রয়েছে সেই দুটি টেলিকম সংস্থা হল জিও ও এয়ারটেল। ভিআই বেসরকারি টেলিকম সংস্থা হলেও অনেকটাই পিছিয়ে রয়েছে জিও ও এয়ারটেলের তুলনায়। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হিসেবে দেশে ব্যবসা করা একমাত্র সংস্থা বিএসএনএল বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় অনেক পিছনে পড়ে রয়েছে।

প্রযুক্তি থেকে পরিষেবার দিক দিয়ে এই সকল টেলিকম সংস্থার তুলনা করলে বিএসএনএল সব সময় পিছিয়ে পড়লেও এখন কিন্তু রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থায় কোটি কোটি গ্রাহকের কাছে মসিহা হয়ে দাঁড়িয়েছে। কেননা বিএসএনএল বাদে অন্যান্য টেলিকম সংস্থাগুলি জুলাই মাস থেকে যেভাবে তাদের ট্যারিফ রেট বৃদ্ধি করেছে তাতে বহু গ্রাহক রয়েছেন যাদের কাছে মোবাইল চালানো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কেননা এবার মোবাইলের পিছনে খরচ ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন 👉 BSNL Cheaper Recharge Plan: দরকার নেই Jio, Airtel, Vi-এর! এবার হেসেখেলে ইন্টারনেট, কল হবে BSNL-এর এই সস্তার প্ল্যানে

দেশে বহু নিম্নবিত্ত ও দুস্থ পরিবারের মানুষেরা রয়েছেন যারা সস্তায় কেবলমাত্র কথা বলার জন্য মোবাইল ব্যবহার করে থাকেন। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল বাদ দিয়ে অন্যান্য টেলিকম সংস্থাগুলি যেভাবে খরচ বাড়িয়েছে তাতে এই ক্ষেত্রেও অনেকটাই বেশি টাকা খসবে গ্রাহকদের। তবে বিএসএনএল কিন্তু খরচ বাড়ায়নি, খরচ না বাড়ানোর পাশাপাশি তারা কিন্তু আগের মতোই সমানতালে পরিষেবা দিচ্ছে। এমনকি বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে বিএসএনএল গ্রাহকদের মোবাইল খরচ অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত কম হচ্ছে।

শুধু যদি আনলিমিটেড কল এবং অল্প পরিমাণ ডেটা ও এসএমএস সুবিধার কথা ধরা হয় তাহলে জিও, এয়ারটেল এবং ভিআই গ্রাহকদের খরচ হবে যথাক্রমে ১৮৯, ১৯৯ ও ১৯৯ টাকা। এক্ষেত্রে ওই তিন টেলিকম সংস্থার গ্রাহকরা ২৮ দিন ভ্যালিডিটি পাবেন এবং তার সঙ্গে আনলিমিটেড কলের পাশাপাশি লিমিটেড এসএমএস ও 2gb ডেটা পাবেন। কিন্তু যদি বিএসএনএল গ্রাহকরা ১৪৭ টাকা রিচার্জ করেন তাহলে তারা ৩০ দিনের ভ্যালিডিটি পাবেন। এর পাশাপাশি দেওয়া হচ্ছে আনলিমিটেড কল এবং ১০ জিবি ডেটা। বিএসএনএলের এই রিচার্জ প্ল্যানটির একদিকে যেমন খরচ কম ঠিক সেই রকমই আবার এতে ভ্যালিডিটি ও ডেটার পরিমাণও অনেকটাই বেশি।