BSNL 4G Tower: হাইস্পিড ইন্টারনেট নিয়ে সুখবর, জিও, এয়ারটেল, ভিআই দাম বাড়াতেই বড় চাল চালল BSNL

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : জুলাই মাসের ৩ ও ৪ তারিখ মোবাইল ব্যবহারকারীদের কাছে একেবারেই দুঃস্বপ্ন। কেননা ঐ দুদিন থেকেই এয়ারটেল, জিও এবং ভিআই ৩ বেসরকারি টেলিকম সংস্থা তাদের ট্যারিফ রেটে পরিবর্তন এনেছে। ২০১৯ সালের ডিসেম্বর মাসের মতো এবারও বিপুল পরিমাণে মোবাইল রিচার্জের (Mobile Recharge) দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এর ফলে বহু গ্রাহক রয়েছেন যারা প্রচন্ড অসুবিধা মুখে পড়েছেন।

দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভিআই যেভাবে রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে তাতে এবার গ্রাহকদের পকেট থেকে বিভিন্ন রিচার্জ প্ল্যানের ভিত্তিতে ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেশি টাকা খসবে। অন্যদিকে বেসরকারি তিন টেলিকম সংস্থা নিজেদের ট্যারিফ রেট বৃদ্ধি করলেও কিন্তু রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আনেনি। আর এরই পরিপ্রেক্ষিতে বহু গ্রাহক রয়েছেন যারা বিএসএনএলের দিকে ঝুঁকছেন।

বহু গ্রাহক রয়েছেন যারা কেবলমাত্র বিএসএনএলের দিকে ঝুঁকছেন এমন নয়, এর পাশাপাশি বিএসএনএলও এই সুযোগকে কাজে লাগিয়ে একটি বড় চাল চালল। তাদের তরফ থেকে সম্প্রতি 4G নেটওয়ার্ক নিয়ে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বহু গ্রাহকদের হাইস্পিড ইন্টারনেট নিয়ে চিন্তা দূর হয়ে যাবে। বিএসএনএল সম্প্রতি এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় আপডেট দিয়েছে।

আরও পড়ুন 👉 SBI New Scheme: সোনা অতীত, এবার আরেক জনপ্রিয় ধাতু নিয়ে নতুন স্কিম চালু করল SBI

বিএসএনএল সোশ্যাল মিডিয়ায় যে আপডেট দিয়েছে তা থেকে জানা যাচ্ছে, ১০ হাজার 4G টাওয়ার (BSNL 4G Tower) তারা ইনস্টল করে ফেলেছে। আত্মনির্ভর ভারত অভিযানের মধ্য দিয়ে সংস্থার তরফ থেকে এমন বড় কাজটি সেড়ে ফেলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ১০ হাজার 4G টাওয়ার ইন্সটল করার ফলে স্বাভাবিকভাবেই গ্রাহকদের মোবাইলে 4G নেটওয়ার্ক পৌঁছে যাওয়া এখন অনেকটাই সহজসাধ্য হবে। আর এমনটা সহজসাধ্য হলেই গ্রাহকদের হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করা অনেকটাই সহজ হয়ে যাবে।

সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিএসএনএল উত্তর ভারতের হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশে প্রাথমিকভাবে 4G পরিকাঠামো তৈরি করে ফেলা হয়েছে। এই সকল রাজ্যগুলিতে বিএসএনএলের 4G গ্রাহক সংখ্যা ৮ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রযুক্তিগত দিক দিয়ে কলকাতাতেও কিন্তু BSNL-এর 4G পরিষেবার উদ্বোধন হয়ে গিয়েছে। তবে বিএসএনএল আপাতত 4G পরিষেবা নিয়ে এমন বড় পদক্ষেপ নিলেও 5G পরিষেবা নিয়ে বেশ টানাপোড়েন চলছে বলে সূত্রের খবর।