BSNL Amarnath Special Sim Card: দাম বাড়িয়েছে Jio, Airtel, Vi! ঠিক সেই সময় ১৯৬ টাকায় নতুন উপহার দিল BSNL

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কেবলমাত্র মোবাইল রিচার্জ। কেননা দেশের জনপ্রিয় তিন বেসরকারি টেলিকম সংস্থা এখন তাদের ট্যারিফ প্ল্যান রেট (Tariff Rate Hiked) অনেকটাই বৃদ্ধি করে দিয়েছে। জিও, এয়ারটেল, ভিআই এতটাই দাম বাড়িয়েছে যে তা নিম্ন মধ্যবিত্ত থেকে দুস্থ দরিদ্র মানুষদের কাছে অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আর এই মুহূর্তে দেশের খেটে খাওয়া মানুষেরা বিকল্প পথ খুঁজছেন।

দেশের মানুষেরা বিকল্প পথ খুঁজলেও উপায় সেই ভাবে নেই। কেননা বেসরকারি ওই ৩ টেলিকম সংস্থা বাদে আর পড়ে রয়েছে একমাত্র রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা BSNL। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হলেও আবার বিএসএনএল নিয়ে সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভেরও শেষ নেই। ঠিকঠাক পরিষেবা না পাওয়ার পাশাপাশি এখনো পর্যন্ত 4G পরিষেবাও লঞ্চ না হওয়ার ক্ষোভ রয়ে গিয়েছে। তবে এত শত সত্ত্বেও বিএসএনএল এবার মাত্র ১৯৬ টাকায় দেশের নাগরিকদের জন্য একটি উপহার নিয়ে হাজির।

গত ২৯ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা অমরনাথ যাত্রার জন্য রওনা দিতে শুরু করেছেন। এখন অনেকেই ভাবতে পারেন মোবাইল রিচার্জের ট্যারিফ বৃদ্ধি পাওয়া, বিএসএনএল, এসবের সঙ্গে অমরনাথ যাত্রার সম্পর্ক কোথায়? আসলে বিএসএনএল মাত্র ১৯৬ টাকায় যে অফার নিয়ে হাজির তা মূলত অমরনাথ যাত্রীদের জন্য। অমরনাথ যাত্রায় যারা যাচ্ছেন তারা যাতে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখতে পারেন সেই জন্য বিএসএনএল ১৯৬ টাকায় দিচ্ছে অমরনাথ যাত্রা স্পেশাল সিম কার্ড (BSNL Amarnath Special Sim Card)।

আরও পড়ুন 👉 BSNL Unlimited Call: খরচ বাড়াতেই Jio, Airtel, Vi-এর দিন শেষ! এবার সবচেয়ে সস্তায় আনলিমিটেড কল দিচ্ছে BSNL

অমরনাথ যাত্রায় যাতে পুণ্যার্থীরা পরিবারের সদস্যদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখতে পারেন সেই জন্য নতুন এই সিম কার্ড বিক্রি করা হচ্ছে লক্ষ্মণপুর, ভগবতীনগর, চন্দ্রকোট, পাহেলগাম, বালতাল এবং জম্মু-কাশ্মীরে। এই অফারের মধ্য দিয়ে পুণ্যার্থীদের 4G সিম কার্ড দেবে বিএসএনএল। সিম কার্ডটির ভ্যালিডিটি থাকবে মাত্র ১০ দিন। এই সিমকার্ডের সঙ্গে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল এবং ডেটার সুবিধা।

অমরনাথ যাত্রার ক্ষেত্রে পুণ্যার্থীদের অন্যতম বড় সমস্যা হল মোবাইল নেটওয়ার্ক। অন্যান্য টেলিকম সংস্থার মোবাইল নেটওয়ার্ক দুর্গম পাহাড়ি এলাকায় কাজ করে না। যে কারণে বিভিন্ন সময় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সমস্যায় পড়তে হয় পুণ্যার্থীদের। আর এসবের পরিপ্রেক্ষিতেই এবার বিএসএনএল লক্ষ লক্ষ পুণ্যার্থীদের কথা মাথায় রেখে অমরনাথ যাত্রা স্পেশাল সিম কার্ড এবং পর্যাপ্ত নেটওয়ার্কের বন্দোবস্ত করেছে।