Vande Bharat Express Water Leakage: বর্ষাকে হারিয়ে বন্দে ভারতের কামরায় তুমুল বৃষ্টি, মোটা টাকায় টিকিট কেটে বিপত্তি যাত্রীদের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) অধীনে বর্তমানে লোকাল, মেল, এক্সপ্রেস, সুপারফাস্ট সহ একাধিক প্রিমিয়াম ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে। প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে আবার অন্যতম হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম যেমন অন্যান্য ট্রেনের টিকিটের দামের তুলনায় কয়েকগুণ বেশি, ঠিক সেইরকমই এই ট্রেনে রয়েছে রাজকীয় ব্যবস্থাপনা।

তবে কখনো কখনো মোটা টাকা দিয়ে টিকিট কেটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো প্রিমিয়াম ট্রেনে চড়েও বিপত্তির মুখে পড়তে দেখা যাচ্ছে যাত্রীদের। দিন কয়েক আগেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে টিপ টিপ করে বৃষ্টির জলের মতো জল পড়তে দেখা গিয়েছিল। তবে এবার আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এমন ঘটনা নজরে এলো যা বৃষ্টির জলকেও হার মানাবে। নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো এবারও এই ট্রেনটিতে কামরায় জল (Vande Bharat Express Water Leakage) পড়তে দেখা গেল।

নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সিলিং থেকে টিপটিপ করে জল পড়ার ঘটনা ঘটলেও এবার কিন্তু ঝরঝরিয়ে জল পড়তে দেখা গিয়েছে। এবারের ঘটনা অবশ্য বাংলার নয়, এবার যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে সেটি হল দিল্লি বারাণসী রুটের বন্দে ভারতে। বারবার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে। ক্ষোভ বাড়ছে রেল যাত্রীদের মধ্যে।

আরও পড়ুন 👉 Train Speed: বন্দে ভারতকে টেক্কা! এবার আরও কম সময়ে গন্তব্যে পৌঁছাবে রাজধানী, দুরন্ত এক্সপ্রেস

দিল্লি বারাণসী রুটের বন্দে ভারত এক্সপ্রেসের সিলিং থেকে এইভাবে ঝরঝরিয়ে জল পড়ার ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের এসির ভেন্ট থেকে জল পড়ছে। যে পরিমাণ জল পড়েছে তাতে ট্রেনের নিচে ভিজে গিয়েছে এবং ওই ভেন্টের জায়গায় বসে থাকা যাত্রীদের নিজেদের সিট ছেড়ে অন্যত্র সরে যেতে হয়েছে।

২২৪১৬ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে সম্প্রতি ঘটে যাওয়া এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রেল যাত্রীরা। কেননা প্রিমিয়াম এই ট্রেনের টিকিটের পিছনে যাত্রীদের হাজার হাজার টাকা খরচ করতে হয়। আর হাজার হাজার টাকা দিয়ে টিকিট বুক করে যদি এমন বিপত্তির মুখে পড়তে হয় যাত্রীদের তাহলে তার থেকে আর দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে জানানো হয়েছে, এসির পাইপ ব্লক হয়ে যাওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছিল। ঘটনার খবর জানতে পেরেই রেল কর্মীরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে। তবে রেল কিন্তু এইভাবে ঝরঝরিয়ে জল পড়ার ঘটনা এক প্রকার অস্বীকার করে জানিয়েছে সামান্য জল পড়েছিল।