Micro ATM: এসে গেল Micro ATM, শুরু করে ফেলুন ব্যবসা, প্রতিদিন হবে ২০০০ টাকা রোজগার

Prosun Kanti Das

Published on:

Earn rupees 2000 daily by a business of Micro ATM: ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার অন্যতম হাতিয়ার মোবাইল ব্যাংকিং। আর এই মোবাইল ব্যাংকিং এর যুগে দাঁড়িয়ে হাতে লিকুইড ক্যাশ রাখেন না বেশিরভাগ মানুষই। ছোটখাটো পেমেন্ট করার জন্যও ব্যবহার করা হয় মোবাইল ব্যাংকিং পরিষেবাকে। কিন্তু এখনো বহু মানুষ আছেন যারা মোবাইল ব্যাংকিং পরিষেবাতে অতটা সচ্ছন্দ বোধ করেন না। খুব বেশি টাকা হাতেও রাখেন না। সেক্ষেত্রে তাদের ভরসা করতে হয় এটিএম কিংবা ব্যাংকের কাউন্টারের উপর। এই তালিকায় যুক্ত হল আরো একটি যন্ত্র যার নাম মাইক্রো এটিএম (Micro ATM)।

যখন যেরকম টাকার প্রয়োজন হয় তখন এটিএম কিংবা ব্যাংকের কাউন্টার থেকে টাকা তুলে নেন অনেকেই। কিন্তু সেক্ষেত্রেও রয়েছে সমস্যা। এটিএমে টাকা তুলতে গেলে লাইনে দাঁড়াতে হতেই পারে। আবার অনেক সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে টাকার দরকার কিন্তু ধারে কাছে না আছে ব্যাংকিং পরিষেবা না আছে এটিএম পরিষেবা। সাধারণ মানুষকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে চলে এসেছে মাইক্রো এটিএম (Micro ATM)। এটা অনেকটা যেন “ব্যাংক ইন আ বক্স”। অর্থাৎ সমগ্র ব্যাংকিং পরিষেবাকে একটা বাক্সের মধ্যে নিয়ে এসেছে।

মাইক্রো এটিএম (Micro ATM) হল একদম ছোট্ট একটি বাক্সের আকারের যন্ত্র। এটি বড়ো এটিমের একটি ক্ষুদ্র সংস্করণ। যে সমস্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা পাওয়া যাচ্ছে না, এটিএম পরিষেবা দেওয়াও সম্ভব নয় সেই এলাকাতে পরিষেবা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে মাইক্রো এটিএম। এটি ১ টি এটিএম সোয়াইপ মেশিনের মতন কাজ করে। এই যন্ত্রটির সাহায্যে আপনি যে কোন জায়গা থেকে টাকা তুলতে পারবেন। প্রয়োজন পড়লে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যাবে এই যন্ত্রের সাহায্যে। সম্প্রতি নতুন ফিচার্স হিসেবে যুক্ত হয়েছে টাকা জমা দেওয়ার পদ্ধতিও। মেশিনটি পোর্টেবল এবং আকারে ছোট হওয়ায় খুব সহজেই এক জায়গা থেকে অনত্র্য বহন করা সম্ভব।

আরও পড়ুন 👉 ATM Charges: সস্তার দিন শেষ, এবার বাড়বে ATM থেকে টাকা তোলার খরচ! নয়া জল্পনায় মাথায় হাত গ্রাহকদের

আপনি যদি ঘরে বসে স্বল্প বিনিয়োগে ব্যাবসা শুরু করতে চান, তাহলে মাইক্রো এটিএম (Micro ATM) আপনাকে সহায়তা করতে পারে। ১ টা মেশিন থেকেই আপনি ব্যবসা শুরু করতে পারেন। আর যদি আপনি সামান্য বিনিয়োগ করতে পারেন তাহলে ১০ টা মেশিন একসাথে কিনে নিতে পারেন। সেক্ষেত্রে টিম ওয়ার্কের মাধ্যমে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। ব্যবসা করার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে ফিনো পেমেন্টস ব্যাংক, ফিন টেক, পে নিয়ার বাই, স্পাইস মানি বা আপনার পরিচিত ব্যাংকের সাথেও যোগাযোগ করতে পারেন। আপনি মাইক্রো এটিএম থেকে ট্রানজাকশন করলেই পেয়ে যাবেন উপার্জন করার সুযোগ।

মাইক্রো এটিএমে (Micro ATM) প্রতিটি ট্রানজেকশনে ৮ টাকা করে কমিশন পাওয়া যাবে। অর্থাৎ ট্রানজেকশন করা টাকার পরিমান ৫ টাকা হোক আর ৫ হাজার টাকাই হোক যেকোনো ট্রানজেকশনে ৮ টাকা করে কমিশন পাওয়া যাবে। অর্থাৎ দিনে ১০০ টা ট্রানজেকশন করতে পারলেই পাওয়া যাবে ৮০০ টাকা। দশ জন মিলে দিনে কম বেশি ১০০০ টা ট্রানজেকশন করতে পারলে দিনে ৮০০০ টাকা উপার্জন করা সম্ভব। শুধু লক্ষ্য রাখতে হবে যত বেশি সম্ভব ট্রানজেকশন করার দিকে।