Rainfall Alert West Bengal: ছাতা, রেইনকোট ছাড়া বেরোলেই কেলেঙ্কারি! বৃষ্টি নিয়ে লেটেস্ট খবর দিলো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : মে মাসের ৩১ তারিখ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করার পর থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার সমস্ত জেলা। এমন কি বৃষ্টির পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে তিস্তা ফুলেফেঁপে উঠেছে, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আর এমন পরিস্থিতিতে যখন উত্তরবঙ্গের অবস্থা নাজেহাল তখন আবার ঠিক উল্টো কারণে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করার ক্ষেত্রে দীর্ঘসময় নেওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যায় জুন পর্যন্ত। তবে এখন ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে পরিস্থিতি কিছুটা বদলে গিয়েছে। দক্ষিণবঙ্গে এখন মৌসুমী বায়ু সক্রিয় হয়ে টানা বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে। আর এই পরিস্থিতিতে ছাতা, রেইনকোট নিয়ে বের না হলে ভেজা ছাড়া উপায় থাকবে না। কেননা এবার দক্ষিণবঙ্গেও টানা বৃষ্টির (Rainfall Alert West Bengal) পূর্বাভাস রয়েছে।

উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি উত্তর-পশ্চিম বিহার থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি অক্ষরেখা, দক্ষিণ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করার কারণে আগামী কয়েক দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গ জুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে গোটা রাজ্য জুড়েই বৃষ্টি হবে আগামী কয়েক দিন বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন 👉 WB Govt New Rules: DA বাড়িয়ে নিয়ম বদলে দিল রাজ্য সরকার, এবার অফিসে ঢোকার নিয়মে এলো আরও কড়াকড়ি

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে সকল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। দক্ষিণবঙ্গের বাকি যে সকল জেলা রয়েছে সেই সকল জেলাগুলিতেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে বলেই জানা যাচ্ছে।

তবে হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন এমন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে এবং সেটি আগামী ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এসবের পরিপ্রেক্ষিতেই আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।