চিন ও আমেরিকাকে টপকে নজির গড়ার পথে ভারত! রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে ইতিবাচক বার্তা

বিশ্ব অর্থনীতির গতিপথে ভারত এক নতুন মাইলফলকের দিকে এগোচ্ছে এমনটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্ট। প্রতি বছর মাঝামাঝি সময়ে প্রকাশিত “ওয়ার্ল্ড ইকনোমিক সিচুয়েশন অ্যান্ড প্রোসপেক্টস” রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বিশ্বের মধ্যে অন্যতম দ্রুতগতির হবে বলে অনুমান।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬.৩ শতাংশে। যদিও জানুয়ারিতে সামান্য পতন ঘটেছিল (০.৩ শতাংশ), তবুও বছরের শেষ নাগাদ শক্তিশালী পুনরুদ্ধার হবে বলে মনে করা হচ্ছে। তুলনায়, চিনের প্রবৃদ্ধির হার হতে পারে আনুমানিক ৪.৮ শতাংশ এবং আমেরিকার মাত্র ১.৬ শতাংশ।

আরও পড়ুন: সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস থেকে ভারতীয় রেলের ঘরে কত অর্থ আসে জানেন?

রিপোর্টে রাষ্ট্রপুঞ্জ উল্লেখ করেছে যে, বৈশ্বিক ক্ষেত্রে নানা ধরনের অস্থিরতা যেমন ভূরাজনৈতিক সংঘর্ষ, বাণিজ্য ক্ষেত্রে অচলাবস্থা ইত্যাদি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক বিশ্লেষণ ও নীতিনির্ধারণ বিভাগ (Economic Analysis and Policy Division)-এর মুখ্য আধিকারিক শান্তনু মুখোপাধ্যায় জানান, “বর্তমানে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবেশে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে, যা উদ্বেগের বিষয়।”

তবে ভারতের ক্ষেত্রে আশাবাদের জায়গা থেকে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-ও। তাদের মতে, খুব শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্থান দখল করতে চলেছে। ২০২৫-২৬ অর্থবর্ষের শেষে ভারতের জিডিপি পৌঁছতে পারে প্রায় ৪১৮৭ বিলিয়ন মার্কিন ডলারে। বৃদ্ধি হার থাকতে পারে ৬.২ শতাংশের কাছাকাছি। সব মিলিয়ে বলা যায়, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনীতি দৃঢ় গতিতে এগোচ্ছে, যা ভবিষ্যতের জন্য এক ইতিবাচক সংকেত।