Jio-Airtel-Vi Recharge: দাম বাড়লেও চিন্তা নেই! এখনো সস্তায় রিচার্জ করা যাবে জিও, এয়ারটেল, ভিআই-এর

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরে জল্পনা চলার পর অবশেষে ৩ জুলাই থেকে নিজেদের ট্যারিফ রেট বৃদ্ধি করেছে জিও, ভিআই ও এয়ারটেল (Jio-Airtel-Vi Recharge)। শুধু বৃদ্ধি নয়, বলা যেতে পারে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে কোন রিচার্জ প্ল্যানের জন্য ১৭৯ টাকা খরচ করতে হতো, এখন সেই রিচার্জ প্ল্যানটির পিছনেই খরচ করতে হবে ১৯৯ টাকা। কোন কোন রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে আবার আরও কয়েকগুণ দাম বৃদ্ধি পেয়েছে।

গ্রাহক কিছু মুনাফা বৃদ্ধি করার জন্য জিও, এয়ারটেল এবং ভিআই একযোগে নিজেদের ট্যারিফ রেট বৃদ্ধি করেছে ১১ থেকে ২৫ শতাংশ। ২০১৯ সালে টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ রেট বৃদ্ধি করার পর এই নিয়ে দ্বিতীয় বার এতটা খরচ বৃদ্ধি করা হলো। যদিও এর মাঝেও কখনো কখনো টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম ও সুবিধায় বদল এনেছে।

এক ধাক্কায় এতোটা দাম বৃদ্ধি পাওয়ার পর স্বাভাবিকভাবেই গ্রাহকদের মাথায় চিন্তা ঢুকতে শুরু করেছে মোবাইল খরচ নিয়ে। তবে ট্যারিফ রেট বৃদ্ধি করলেও এখনো কিন্তু গ্রাহকরা সস্তাতেই নিজেদের মোবাইল রিচার্জ করতে পারবেন। সস্তায় মোবাইল রিচার্জ করার জন্য গ্রাহকদের কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। যখন গ্রাহকরা রিচার্জ করবেন তখনই গ্রাহকদের সেই সকল পদ্ধতি মেনে রিচার্জ করতে হবে। আবার পদ্ধতি বলতে যে আহামরি কিছু তাও নয়।

দাম বৃদ্ধির পরেও সস্তায় মোবাইল রিচার্জ করার জন্য গ্রাহকদের মূলত দুটি অ্যাপ বেছে নিতে হবে। দুটি অ্যাপের মধ্যে একটি হলো খুব জনপ্রিয় পেটিএম অ্যাপ এবং আরেকটি হলো ক্রেড। এই দুটি অ্যাপ গ্রাহকদের মোবাইল রিচার্জ করার ক্ষেত্রে নানান অফার দেওয়ার পাশাপাশি ক্যাশব্যাক দেওয়া হয়ে থাকে। ওই দুটি অ্যাপের এমন অফারকে কাজে লাগিয়েই গ্রাহকরা নিজেদের মোবাইল রিচার্জের ক্ষেত্রে ১০০ টাকা পর্যন্ত খরচ বাঁচাতে পারবেন।

আরও পড়ুন 👉 Jio Electric Cycle: লাগবে না পেট্রোল খরচ, মধ্যবিত্তদের মুখের দিকে তাকিয়ে মুকেশ আম্বানির জিও লঞ্চ করল সেরা ইলেকট্রিক সাইকেল

পেটিএম অ্যাপের মাধ্যমে রিচার্জ করার সময় গ্রাহকরা বিভিন্ন অফারের পাশাপাশি লাকি উইনার অফার পেয়ে থাকেন। যে লাকি উইনার অফারের মধ্য দিয়ে গ্রাহকদের ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হয়। যদিও এই অফার সবাইকে দেওয়া হয় না, বেছে নেওয়া কিছু গ্রাহকরাই এই অফার পান। তবে তালিকায় আপনার নামও যে কোনদিন উঠবে না এমনটা নয়।

পেটিএম অ্যাপের মতোই ক্রেড নামে একটি খুব জনপ্রিয় অ্যাপ রয়েছে। যে অ্যাপটির মাধ্যমেও মোবাইল রিচার্জ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করা যায়। এক্ষেত্রেও গ্রাহকরা লাকি উইন অফার পেয়ে থাকেন এবং সেই লাকি উইন অফারে ভাগ্য খুলে গেলে ১০০% ক্যাশব্যাক পাওয়া যায়।