Jio Recharge: গ্রাহকদের স্বস্তি দিলো জিও, না বাড়িয়ে একই দাম রেখে দিল একাধিক রিচার্জ প্ল্যানের

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও (Jio) এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা ৪৬ কোটির বেশি। স্বাভাবিকভাবেই এই টেলিকম সংস্থা কোন সিদ্ধান্ত নিলেই তা দেশের সবচেয়ে বেশি গ্রাহকদের উপর প্রভাব ফেলে।

নিজেদের মুনাফা বৃদ্ধি করতে সম্প্রতি জিও, এয়ারটেল এবং ভিআই একযোগে তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করেছে। এই তিন টেলিকম সংস্থার মধ্যে জিও যেহেতু দেশের বৃহত্তম টেলিকম সংস্থা তাই তাদের রিচার্জ প্ল্যানের (Jio Recharge) দাম বৃদ্ধি পাওয়ার ফলে সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহকদের মধ্যে প্রভাব পড়ার পাশাপাশি বিরূপ প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তবে এসবের মধ্যেই গ্রাহকদের স্বস্তি দিয়ে একাধিক রিচার্জ প্ল্যানের দাম একই রেখে দিল সংস্থা।

গত ৩ জুলাই থেকে এই টেলিকম সংস্থাটি নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করলেও গ্রাহকদের স্বস্তি দিতে বেশ কিছু রিচার্জ প্ল্যানের দাম একই রেখে দেওয়া হয়েছে। আসলে রিচার্জ প্ল্যানগুলির দাম একই রাখার ফলে রিচার্জ করার সময় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে না। তবে রিচার্জ প্ল্যানগুলির দাম একই কিন্তু তাদের ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্বস্তি বলতে কেবলমাত্র দাম একই রাখা, যদিও সুযোগ সুবিধা কমে যাচ্ছে।

৭৪৯ টাকা : ৭৪৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে আগে গ্রাহকরা প্রতিদিন 2gb করে ডেটা পাওয়ার পাশাপাশি ৯০ দিনের ভ্যালিডিটি পেতেন। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল সহ এসএমএস সুবিধা। রয়েছে বাড়তি ২০ জিবি ডেটা বিনামূল্যে এবং আনলিমিটেড 5G। কিন্তু কিন্তু আগে ৯০ দিন ভ্যালিডিটি দেওয়া হলেও এখন দেওয়া হবে ৭২ দিন ভ্যালিডিটি।

৭১৯ টাকা: ৭৪৯ টাকার মতোই ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানে ভ্যালিডিটি ৮৪ দিন থেকে কমিয়ে করা হয়েছে ৭০ দিন। বাকি সমস্ত সুযোগ-সুবিধা আগের মতই রয়েছে।

আরও পড়ুন 👉 Jio Electric Cycle: লাগবে না পেট্রোল খরচ, মধ্যবিত্তদের মুখের দিকে তাকিয়ে মুকেশ আম্বানির জিও লঞ্চ করল সেরা ইলেকট্রিক সাইকেল

৬৬৬ টাকা : ডেটা থেকে শুরু করে কল ও এসএমএস সুবিধা আগের মত রাখা হলেও ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি এখন কমিয়ে করা হয়েছে ৭০ দিন। আগে পাওয়া যেত ৮৪ দিন ভ্যালিডিটি। এই প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড কল ও এসএমএস সুবিধা পেয়ে থাকেন।

২৩৯ টাকা : ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান রাখা হলেও আগের মত আর ভ্যালিডিটি নেই। আগে যেখানে ২৮ দিন ভ্যালিডিটি পাওয়া যেত, সেই জায়গায় গ্রাহকরা এখন পাবেন ২২ দিন ভ্যালিডিটি। তবে আগের মতোই প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস সুবিধা দেওয়া হচ্ছে।