Railway Recruitment 2024: রেল স্টেশনে টিকিট বিক্রি করে রোজগারের সুযোগ, নিয়োগ করছে ভারতীয় রেল

Antara Nag

Published on:

Indian Railways is offering an opportunity to earn by selling tickets at railway stations: চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ খবর নিয়ে এলো ভারতীয় রেল (Railway Recruitment 2024)। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো কর্মী নিয়োগের খবর। কর্মী নিয়োগ করা হবে নরেন্দ্রপুর হল্ট স্টেশনের টিকিট ক্লার্ক পদে। কোন সংস্থার অধীনে নিয়োগ করা হবে? যোগ্যতা কি লাগবে? কিভাবেই বা আবেদন করতে হবে? নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগ সংস্থার নাম

রেলের টিকিট ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে পূর্ব রেলের অধীনস্থ শিয়ালদা ডিভিশনে।

পদের নাম

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে রেল বিভাগের হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগ করা হবে কর্মী।

যোগ্যতা

উপরে উল্লেখিত পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন মাধ্যমিক পাস। এর পাশাপাশি প্রার্থীর অবশ্যই ইংরেজিতে লিখতে, পড়তে ও বলতে পারার দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা

যে সমস্ত চাকরিপ্রার্থীরা রেল বিভাগের এই পদে আবেদন করবেন তাদের কমপক্ষে বয়স হতে হবে ১৮ বছর। ১৮-এর নিচে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

বেতন ক্রম

মূলত টিকিট বিক্রির ভিত্তিতেই নিয়োগ প্রার্থীকে বেতন দেওয়া হবে। তবে এই বেতন সীমা বিস্তারিত জানতে অনুসরণ করুন অফিশিয়াল ওয়েবসাইট।

আবেদন প্রক্রিয়া

রেল বিভাগের (Railway Recruitment 2024) টিকিট ক্লার্ক পদে অনলাইনে আবেদন করা যাবে না। অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য রেল বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট er.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে A4 সাইজের পেপারে ফর্ম প্রিন্ট আউট করে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে পূরণ করে সঠিক ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তবে এর জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।

আবেদন পাঠানোর ঠিকানা

Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building,
Room No.44, Kaizer Street, Kolkata -700014।

নির্বাচন প্রক্রিয়া

মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে রেল বিভাগের টিকিট ক্লার্ক পদের কর্মীদের। এর জন্য যোগ্যতার ভিত্তিতে ৫ বছরে চুক্তিভিত্তিক চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। উপযুক্ত কাজের যোগ্যতা থাকলে সেই মেয়াদকাল পরবর্তীকালে আরও বাড়ানো যেতে পারে।

আরও পড়ুন 👉 Train Ticket Checking: চেতনা অতীত, এবার এসে গেল প্রগতি! এই সকল রেল যাত্রীদের কপালে নাচছে দুর্গতি

আবেদনের তারিখ

উপরে উল্লেখিত পদে কর্মী নিয়োগের আবেদন চলবে ১৯/৬/২০২৪ থেকে ৮/৭/২০২৪ পর্যন্ত। যার সময়কাল সকাল ১১ টা থেকে বিকাল ৪:০০টে পর্যন্ত। প্রতি কর্ম দিবসের দিনগুলিতে এই আবেদন জমা করা যাবে। এছাড়াও ৯/৭/২০২৪-এ ১৪ ঘন্টা আবেদন পত্র জমা করার জন্য খোলা থাকবে।

এছাড়াও এই কর্মী নিয়োগের (Railway Recruitment 2024) বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুসরণ করুন বিজ্ঞপ্তি প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইট।