নিজস্ব প্রতিবেদন : বাঙালীদের বারো মাসে তেরো পার্বণ। মূলত প্রত্যেক মাসেই কোন না কোন উৎসব অনুষ্ঠান থাকার কারণেই এমনটা বলা হয়। আর এই উৎসব অনুষ্ঠানের দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বাঙালীদের চিন্তার শেষ থাকে না। ঠিক সেই রকমই আগামীকাল অর্থাৎ রবিবার যখন বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ রয়েছে সেই সময় আবহাওয়া (Bengali New Year Weather Update) কেমন থাকবে তা নিয়েও চিন্তা আম বাঙালীদের মাথায় মাথায়। আর এই নিয়েই এবার আপডেট দিল হাওয়া অফিস (IMD)।
নববর্ষের দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে এমনটা বেশ কিছু অনাইল পোর্টালে শনিবার সকাল থেকেই খবর পরিবেশন করতে দেখা গিয়েছে। কিন্তু শনিবার দুপুর বেলা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির কোন কথা বলা হয়নি। হাওয়া অফিসের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেই সঠিক তথ্য চলুন দেখে নেওয়া যাক।
পয়লা বৈশাখ অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস। সুতরাং পয়লা বৈশাখ রবিবার ঝড়-বৃষ্টি থেকে রেহাই পেলেও গরম থেকে রেহাই পাবেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা। ঐদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির কাছাকাছি। কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ কিছুটা কম থাকবে।
আরও পড়ুন ? Jio Cinema: ফ্রিতে IPL দেখছে দেশ, আর এদিকে ৪০০০ কোটি টাকা ঢুকিয়ে নিলেন আম্বানি!
রবিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি। অন্যদিকে নদীয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি। কলকাতা, হাওড়া, হুগলির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি বা তার আশেপাশে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি।
রবিবার বাংলা নববর্ষের দিন দক্ষিণবঙ্গের কোন জেলাতেই ঝড়-বৃষ্টি অথবা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়নি হওয়া অফিসের তরফ থেকে। মূলত দক্ষিণবঙ্গের সব জেলা শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার ছাড়া বাকি জেলা শুষ্ক থাকবে। ওই চারটি জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।