Old Monk Rum: ডার্ক রামের নাম কেন হল ওল্ড মঙ্ক, বহু মানুষের প্রিয় হলেও অনেকেই কারণ জানেন না

Reasons why Dark Rum was renamed Old Monk Rum: স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন মদ্যপান করা শরীরের জন্য অত্যন্ত অপকারী। এই কারণেই সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষরা মদ্যপান থেকে বিরত থাকার পরামর্শ দেন। তবে এসব পরামর্শের ঊর্ধ্বে উঠে অনেক মানুষ ডার্ক রামকে নিজের সুখ দুঃখের সঙ্গী বানিয়ে নেন। সুখের দিনে কোনো পার্টি ও নানা বিলাসবহুল আনন্দ অনুষ্ঠানে যেমন স্থান হয় ওল্ড মঙ্ক (Old Monk Rum) এর, ঠিক তেমনি প্রচণ্ড দুঃখের দিনে মানুষ তাকে সঙ্গী করে নেন।

তবে আপনি কি জানেন বহু মানুষের কাছে জনপ্রিয় ডার্ক রাম কেন পরিচিতি পেলো মঙ্ক অর্থাৎ সাধুর নামে? জানা যায় এন এন মোহনের বড় ছেলে কর্নেল বেদ রতন মোহনের হাতেই তৈরি এই জনপ্রিয় এই ডার্ক রামের ব্র্যান্ড। এই দেশে অত্যন্ত জনপ্রিয় হলেও এর নামের ইতিহাস এর খোঁজ তেমন কেউ নেন না।

তবে অনেকে মনে করেন ইউরোপের বেনেডিক্টিন সাধু ও তাদের তৈরি রামের ভক্ত ছিলেন এই ব্র্যান্ডের কর্ণধার তথা প্রাক্তন সেনা অফিসার। সূত্র মারফত জানা যাচ্ছে ওই সময়কাল থেকেই ডার্ক রাম এর এই নামকরণ করা হয়েছে। তবে এই বক্তব্য নিয়েও মতপার্থক্য আছে। কারণ অনেকেই বলেন গাজিয়াবাদে বেদ রতন মোহনের সঙ্গে দেখা হয়েছিল গুমনামি বাবার। তিনি সেই সময় থেকে গুমনামি বাবার জীবনদর্শনে প্রভাবিত হন। তার পরই নিজের তৈরি ব্র্যান্ডের এই নামটি (Old Monk Rum) রাখেন।

আরও পড়ুন 👉 Lakshadweep Liquor Rules: লাক্ষাদ্বীপে মদ খাওয়ার নিয়মে বিশাল কড়াকড়ি! না জানলে কেলেঙ্কারি

অনেকেই ওল্ড মঙ্ক (Old Monk Rum) দারুণ পছন্দ করেন। এটি হলো একটি স্বদেশি রামের ব্র্যান্ড। তবে শুধু আমাদের দেশেই নয়। দেশের বাইরে অর্থাৎ বিদেশের বহু স্থানে এই রাম অত্যন্ত জনপ্রিয়। নিখুঁত কোয়ালিটি এবং ন্যায্য মূল্যের কারণে এই রাম বর্তমানে সারা বিশ্বের মানুষের কাছে সমাদর লাভ করেছে।

ইতিহাস বলছে ওল্ড মঙ্কের সৃষ্টিতে আসল অবদান এডওয়ার্ড ডায়ারের, যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আদেশ প্রদানকারী রেগিনাল্ড ডায়ারের পিতা। তবে ২০১৮ সালে ওল্ড মঙ্ক নিয়ে একটি গুজব রটে। সেই গুজব অনুসারে শোনা যায় এই সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে। সেই কথাকে মিথ্যা প্রমাণ করতে সে সময় সংস্থার কর্ণধার মোহন নিজে সামনে আসেন এবং আসল সত্যটি প্রকাশ করেন। তিনি স্বীকার করেন দক্ষিণ ভারতে এই রামের বিক্রি একেবারেই কমে গেছে।