Asha Workers Allowances: বেতন বৃদ্ধির পর এবার ভাতা, আশা কর্মীদের জন্য আশার আলো দেখালো রাজ্য সরকার

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাস ধরেই রাজ্য সরকার তাদের রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের কর্মচারীদের জন্য সুখবর দিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে গত বছর ডিসেম্বর থেকে চলতি বছর ফেব্রুয়ারি মাস অর্থাৎ তিন মাসের মধ্যে দু’দফায় ৮% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করে। এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়েও নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি ভোটের কথা মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার যে বাজেট পেশ করেছিল সেই বাজেটে আশা কর্মী (Asha Workers) থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের বেতন ও ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল। আর সেই সকল সিদ্ধান্ত অনুযায়ী একে একে সব কার্যকর করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।

গত মার্চ মাসে রাজ্যের আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী ও আইসিডিসিএস হেল্পারদের বেতন বৃদ্ধি করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি করা হয় ৭৫০ টাকা এবং আইসিডিসিএস হেল্পারদের বেতন বৃদ্ধি করা হয় ৫০০ টাকা। বেতন বৃদ্ধির পর এখন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা প্রতি মাসে পাচ্ছেন ৫২৫০ টাকা, অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন ৯ হাজার ৫০ টাকা এবং আইসিডিসিএস হেল্পররা পাচ্ছেন ৬৮০০ টাকা।

আরও পড়ুন 👉 NBSTC Workers Salary Hiked: NBSTC কর্মীদের সুখবর দিল রাজ্য, বাড়ানো হলো বেতন, এবার মাসে মাসে কত মিলবে

তবে এবার এই বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গেই আরও একটি ভালো খবর এসে পৌঁছেছে। আর সেই ভালো খবরটি হল অবসরকালীন ভাতা বৃদ্ধি। আগে আশা কর্মীরা যেখানে অবসর নেওয়ার পর এককালীন ভাতা (Asha Workers Allowances) হিসাবে দু’লক্ষ টাকা পেতেন এখন তা বাড়িয়ে করা হলো পাঁচ লক্ষ টাকা। আশা কর্মীরা যখন তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন সেই সময় তাদের অবসরকালীন ভাতা বৃদ্ধি রীতিমতো স্বস্তিদায়ক।

তবে কেবলমাত্র শিশু শিক্ষা কেন্দ্রের আশা কর্মীদেরই অবসরকালীন ভাতা বৃদ্ধি হয়েছে এমন নয়, এছাড়াও অবসরকালীন ভাতা বৃদ্ধি হয়েছে রাজ্যে যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকা রয়েছেন তাদেরও। এছাড়াও সেই সকল কর্মীদেরও অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হয়েছে যারা এসএসকে, এমএসকে শিক্ষক, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক, আশাকর্মী, আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড সহ বিভিন্ন স্তরের কর্মী হিসেবে কাজ করেন। সরকারের সিদ্ধান্তের পর রাজ্য অর্থ দপ্তর এই সকল ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে।