School Holiday: গরমের ছুটি শেষে ফের জুলাইয়ে বাড়তি ছুটি! স্কুল বন্ধ থাকবে এই দিনগুলিতে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর টানা গরম ও তাপপ্রবাহ চলার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল সহ সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এপ্রিল মাসের ২২ তারিখ থেকে এই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর তা শিক্ষক-শিক্ষিকাদের জন্য খুলেছে ৩ জুন এবং পড়ুয়াদের জন্য খুলেছে ১০ জুন। স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার পর এখন সব স্বাভাবিক নিয়মে চললেও জুলাইয়ে ফের বাড়তি ছুটি (School Holiday) পাবেন স্কুল শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা।

নবান্নের তরফ থেকে জুলাই মাসে বাড়তি ছুটির বিষয়ে এনআই অ্যাক্ট অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে বিজ্ঞপ্তিতেই স্কুল সহ সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাড়তি একদিন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে শুধু সরকারি স্কুল অথবা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি নয়, পাশাপাশি ওই দিন বন্ধ থাকবে সরকারি অফিস কাছারি থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী জুলাই মাসে এমন বাড়তি ছুটি রয়েছে আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ ১০ জুলাই। ঐদিন এমন বাড়তি ছুটির পিছনে যে কারণ রয়েছে তা হলো রাজ্যে উপনির্বাচন। ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, মানিকতলা এবং বাগদায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। ঐদিন ছুটির পাশাপাশি যদি কোথাও পুনর্নির্বাচন হয় তাহলে সেখানেও পুনর্নির্বাচনের দিন ছুটি থাকবে। নবান্নের তরফ থেকে এমন ঘোষণা করা হয়েছে মূলত যাতে নাগরিকরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।

আরও পড়ুন 👉 Parle G: Parle G বিস্কুট খেয়েছেন নিশ্চয়! কিন্তু জানেন নামের সঙ্গে থাকা G শব্দের অর্থ কী

১০ জুলাই উপনির্বাচনের কারণে অফিস কাছারি বন্ধ থাকার পাশাপাশি স্কুল, কলেজ ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকলেও আবার ভোটের কারণে মোটামুটি তার আগের দিন থেকেই স্কুলগুলিতে পড়াশুনো লাটে উঠবে বলেই আশঙ্কা করা হচ্ছে। কেননা তার আগের দিন থেকেই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে আসতে শুরু করবেন ভোট কর্মীরা। এছাড়াও একেবারে সাত সকালে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কারণে আগের দিন থেকেই সমস্ত কাজ গুছিয়ে রাখতে হবে। এক্ষেত্রে আগের দিন সরকারিভাবে স্কুলগুলি ছুটির ঘোষণা করা না হলেও কিন্তু পড়াশোনায় ব্যাঘাত আসবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

১০ জুলাই উপনির্বাচন হওয়ার কারণে অবশ্য রাজ্যের সমস্ত জেলায় স্কুল, কলেজ বা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে না। বন্ধ থাকবে কেবলমাত্র ওই চার বিধানসভা কেন্দ্র অর্থাৎ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, মানিকতলা এবং বাগদায়। অন্যান্য জায়গায় সবকিছু স্বাভাবিকভাবেই চলবে।