মহঃ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের ভাইরাল ভিডিও, হাত তুলছেন প্রতিবেশীর গায়ে!

ভারতীয় ক্রিকেট দলের সদস্য মহঃ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান এবার নতুন বিতর্কে জড়ালেন। বিতর্কে জড়িয়েছেন প্রতিবেশীর গায়ে হাত তুলে। যে ঘটনায় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

হাসিন জাহানের বাড়ি সিউড়ি পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডে। সেখানে জমি সংক্রান্ত বিবাদ ঘিরে শুক্রবার দুপুর বেলায় প্রতিবেশীর সঙ্গে তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে অভিযোগ এক প্রতিবেশীকে ধাক্কা দেওয়ার। যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আরও পড়ুন: আলম বাবার মেলার পর দিনই অঘটন, উদ্ধার এক যুবতীর মৃতদেহ

এমন ঘটনার পর অবশ্য দুপক্ষই সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসিন জাহান ওই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পাশাপাশি স্থানীয় তৃণমূল কাউন্সিলারের স্বামী কাজী ফরজুদ্দিনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার একাধিক বাসিন্দা রাতেই সিউড়ি থানায় হাসিম জাহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কাজী ফরজউদ্দিন জানিয়েছেন, হাসিন জাহানের মাথার সমস্যা রয়েছে। জমি জবরদখল করার চেষ্টা করছেন।