School Addmision Age: ক্লাস ওয়ানে ভর্তি করবেন সন্তানকে? বোঝা চাপিয়ে আগে জানুন ভর্তির উপযুক্ত বয়স

Prosun Kanti Das

Published on:

Know the appropriate age for school admission before enrolling your child in school: প্রতিটি মানুষের জীবনের সাধারণ চাহিদাগুলির মধ্যে অন্যতম হলো শিক্ষা। জীবন যুদ্ধে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল উপযুক্ত শিক্ষা গ্রহণ। বর্তমানে অভিভাবকদের মধ্যেও নিজের সন্তানকে শিক্ষিত করার প্রবণতা বাড়ছে। একদম ছোট বয়স থেকেই শুরু হয়ে যাচ্ছে প্রস্তুতি। স্কুলে ভর্তি করার আগে স্কুলে যাবার প্রস্তুতি নেবার জন্য তৈরি করা হয়েছে প্লে স্কুল। যত দিন যাচ্ছে প্লে স্কুলের চাহিদা ততই বাড়ছে। কিন্তু সরকারের তরফ থেকে স্কুলে ভর্তি হওয়ার জন্য ১ টি নির্দিষ্ট বয়স বেধে দেওয়া হয়েছে। তাই স্কুলে ভর্তি করার আগে নির্দিষ্ট বয়সটি (School Addmision Age) জেনে নেওয়া প্রয়োজন।

বর্তমান শিক্ষা ব্যবস্থায় ১ টি শিশুকে প্রাক-প্রাথমিক অথবা প্রাথমিক স্তরের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা মোটেই সহজ বিষয় নয়। বাবা-মাকে অনেকটাই ঝক্কি বোঝাতে হয় এই কাজের জন্য। এখন সদ্যোজাত শিশুর অভিভাবকরাও তাদের সন্তানের শিক্ষা নিয়ে চিন্তিত। ক্লাস ওয়ানে নিজেদের পছন্দমত স্কুলে সন্তানকে ভর্তি করার জন্য প্লে স্কুলের মাধ্যমে অনেক ছোট বয়স থেকেই চলছে প্রস্তুতি পর্ব। কিন্তু শুধু সন্তানকে প্রস্তুত করলেই তো হবে না। দেশের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো সম্বন্ধে সঠিক ধ্যান-ধারণা থাকাও প্রয়োজন। জানতে হবে, স্কুলে ভর্তি হওয়ার উপযুক্ত বয়স (School Addmision Age) কোনটি? এই তথ্যের উপর নির্ভর করেই সিদ্ধান্ত নিতে হবে অভিভাবককে।

জাতীয় শিক্ষানীতির সাহায্যে ভারতীয় শিক্ষা ব্যবস্থার নিয়মে একাধিক পরিবর্তন করা হয়েছে শেষ কয়েক বছরে। তাই নিজের সন্তানকে স্কুলে ভর্তি করার আগে বর্তমান শিক্ষা নীতি সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত কেন্দ্রীয় সরকারি স্কুল এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে অবস্থিত স্কূলে ভর্তি হওয়ার জন্য শিশুর সঠিক বয়স নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতবছর ১ জন শিশুর প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার নূন্যতম বয়সসীমা ধার্য করা হয়েছিল ৬ বছর। এনইপি ২০২০ র সমস্ত তথ্যকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা দপ্তরের তরফ থেকে। এই বয়সসীমা মেনে ভর্তিও নিতে শুরু করে দেয় একাধিক স্কুল। তবে ২০২৪ এ নতুন শিক্ষানীতি অনুযায়ী, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার নূন্যতম বয়স (School Addmision Age) কত হবে তা নিয়ে এখনো আলোচনার পর্যায়ে রয়েছে শিক্ষা দপ্তর।

আরও পড়ুন 👉 IAS Sreenath K: কুলির কাজ, স্টেশনের ফ্রি ওয়াইফাইয়ে পড়াশুনা! সেই শ্রীনাথই আজ IAS অফিসার

২০২৩-২০২৪ সালে ২ বছরেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার নূন্যতম বয়স (School Addmision Age) নির্ধারণ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য গুলির জন্য। সেই বিজ্ঞপ্তির উত্তরে, বিদ্যালয় প্রথম শ্রেণীতে ভর্তি হবার নূন্যতম বয়স ৬ বছর ধার্য করা হয়েছে বলে জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। গত বছরও একই বয়স সীমা নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যে এই বয়স সীমাকে মাথায় রেখে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে অনেক স্কুল। ৬ বছর পূর্ণ হওয়ার পরই কোন শিক্ষার্থী প্রথম শ্রেণীতে ভর্তি হবার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

আরটিই অ্যাক্ট ২০০৯ অনুসারে, শিশুদের বিদ্যালয়ে ভর্তি হওয়ার নূন্যতম বয়স নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। কিন্তু ভারতের সব কটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এই নিয়ম মেনে চলেনা। বেশ কিছু রাজ্য এমন রয়েছে যারা ৬ বছরের কম বয়সী শিশুদেরও প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার অনুমতি দিয়ে থাকে। এই সমস্ত রাজ্যগুলির মধ্যে অন্যতম হলো দিল্লি, গোয়া, লাদাখ, তেলেঙ্গানা, ঝাড়খন্ড, কর্ণাটক, কেরল, গুজরাট, অসম, পুদুচেরি, উত্তরাখন্ড, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি। কেন্দ্রীয় শিক্ষা দপ্তর স্কুলে ভর্তি হওয়া (School Addmision Age) সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশ করেছে দপ্তরের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে। শুধু শিক্ষার্থীদের বয়স সীমা নয়, অধ্যক্ষ হওয়ার জন্য নূন্যতম বয়সসীমাও নির্ধারণ করা হয়েছে দপ্তরের পক্ষ থেকে।