নিজস্ব প্রতিবেদন : সাম্প্রতিককালে রাজ্যে শিহরণ তুলে দিয়েছেন যে যুবক, তিনি হলেন দেবাঞ্জন দেব। এই একটি নামই ঘুরে বেড়াচ্ছে রাজ্যের বাসিন্দাদের মুখে মুখে। কারণ তিনি যেভাবে প্রতারণার ফাঁদ পেতে ছিলেন তা সকলের চোখ কপালে তুলেছে। তার এই প্রতারণার ফাঁদ এতটাই গভীর যে তা থেকে ছাড় পাননি তার নিজের বাবা এবং তার গৃহশিক্ষকও।
নিজের নামের আগে আইএএস লাগানো এই দেবাঞ্জন দেবের গ্রেপ্তার হওয়ার পর তার এই সকল প্রতারণা সামনে আসতেই আমজনতার মধ্যে স্বাভাবিকভাবেই কৌতুহল তৈরি করছে কতটা শিক্ষিত দেবাঞ্জন দেব, তিনি কি মেধাবী স্টুডেন্ট ছিলেন? এই কৌতুহলের মাঝেই সামনে এসেছে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
দেবাঞ্জন দেবের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সামনে আসতেই জানা যাচ্ছে, তিনি উচ্চ মেধার ছাত্র ছিলেন না। টাকি বয়েজ স্কুলের পড়ুয়া ছিলেন তিনি। তবে তার বাবার তাকে নিয়ে প্রথম থেকেই স্বপ্ন ছিল একজন আইএএস অফিসার তৈরি করবেন। আর সেই মত ইউপিএসসি পরীক্ষাতে বসেন দেবাঞ্জন দেব।
ইউপিএসসি পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষাতে প্রথম চেষ্টায় তিনি পাস করতে পারেননি। তবে সেই বিষয়টি বাড়িতে না জানিয়ে বাড়িতে আইএএস অফিসার সেজে নাটক শুরু করেন। যদিও পরে তার বাবা বিষয়টি জানতে পারেন, কিন্তু তাতেও তিনি কোনো রকম মুখ খোলেননি।
জানা গিয়েছে ২০০৯ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন দেবাঞ্জন। সেই পরীক্ষায় সব মিলিয়ে তিনি ৫৬১ নম্বর পেয়েছিলেন। অর্থাৎ শতাংশের বিচারে তার নম্বর ছিল ৭০ শতাংশ। উচ্চমাধ্যমিকে তিনি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেন। ওই স্কুল থেকেই পড়াশোনা করেন তিনি। তবে সেখানেও আহামরি ফলাফল করতে দেখা যায়নি দেবাঞ্জনকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে তিনি সেকেন্ড ডিভিশন পান।
তবে পড়াশোনায় তেমন মেধাবী না হলেও দেবাঞ্জন যে চালাকি এবং জালিয়াতিতে ধুরন্ধর তা সম্প্রতি তার কুকৃতি সামনে প্রকাশ্যে আসার পরেই স্পষ্ট। কারণ তিনি যেভাবে নিজেকে আইএএস অফিসার হিসাবে পরিচয় দিয়েছেন এবং যেভাবে নিজের চক্র বিছিয়ে ফেলেছিলেন তা তুখোড় চালাকি ছাড়া সম্ভব নয়।