নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ গণপরিবহন পরিষেবা হিসাবে বিবেচিত হওয়ার রেল পরিষেবাকে আরও সাজিয়ে তোলার জন্য সব সময়ই কাজ চালাচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। সাজানোর এই কাজে যেমন এক্সপ্রেস ট্রেনে নানান ধরনের সুবিধা জুড়ে দেওয়া হচ্ছে ঠিক সেই রকমই লোকাল ট্রেনেও (Local Train) সুবিধা দেওয়ার কাজ শুরু হয়ে গেল। এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে এবার বাংলার একটি রুটে লোকাল ট্রেনে দুটি ফার্স্ট ক্লাস কোচ (Local train first-class Coach) জুড়ে দেওয়া হল।
রেলের তরফ থেকে এমন ব্যবস্থা গ্রহণ করার ফলে এবার গরমের দিনেও যাত্রীরা আরাম করে লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাস কোচে চড়ে গন্তব্যে যেতে পারবেন। এছাড়াও এই সকল ট্রেনের বসার সিট থেকে শুরু করে কামরার দেওয়াল সবকিছুই সাজানো-গোছানো, যার যাত্রীদের যাত্রাকে আরও স্বাচ্ছন্দ দেবে। তবে সাধারণ কামরার তুলনায় লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাস কোচে যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের কয়েকগুণ বেশি খরচ করতে হবে।
রেলের তরফ থেকে এমন ফার্স্ট ক্লাস কোচ সংযুক্তিকরণকে বাংলায় প্রথম বলে দাবি করা হচ্ছে। প্রথম যে ট্রেনটিতে দুটি ফার্স্ট ক্লাস কোচ লাগানো হয়েছে সেই ট্রেনটি হল রানাঘাট শিয়ালদা রানাঘাট মাতৃভূমি লোকাল। রেলের তরফ থেকে আগেই এই ধরনের রেক চালু করার ঘোষণা আগেই করেছিল আর সেই মতো এবার তার বাংলায় চালু হয়ে গেল। মহিলা স্পেশাল মাতৃভূমি লোকালের হাত ধরে এমন সূচনা হলো। এই সকল কোচে বসার সিটে রয়েছে নরম গদি, দেওয়ালে নানান ধরনের ছবি আঁকা, মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা এবং নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা।
আরও পড়ুন ? AC Local Train: এবার পুরোটাই এসি! হাওড়া-শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন নিয়ে বড় ঘোষণা
এই লোকাল ট্রেনটিতে মোট ১২টি কামরা রয়েছে এবং ট্রেনের সামনে ও পিছনে থাকা ইঞ্জিনের পরেই রয়েছে দুটি ফার্স্ট ক্লাস কোচ। মাঝে থাকছে ভেন্ডার ও দ্বিতীয় শ্রেণীর কামরা। এই ট্রেনটি প্রতিদিন রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭ঃ৪৫ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছাবে সকাল ৯:২৮ মিনিটে। আবার বৈকাল ৫:৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এবং রানাঘাট পৌঁছাবে সন্ধ্যা ৭:৪০ মিনিটে।
Marking a significant milestone : Eastern Railway introduces its first-class coach on the Sealdah-Ranaghat Ladies Special train. pic.twitter.com/2aKih9GHG0
— Eastern Railway (@EasternRailway) January 28, 2024
এখন যদি ভাড়ার প্রসঙ্গে আসা যায় তাহলে রেলের তরফ থেকে জানানো হয়েছে, লোকাল ট্রেনে সাধারণ কামরায় যেখানে সফর করার জন্য ৫ টাকা দিতে হতো সেখানে ফার্স্ট ক্লাস কোচে সফল করতে দিতে হবে ২৫ টাকা। একইভাবে ১০ টাকার জায়গায় দিতে হবে ৫৫ থেকে ৮৫ টাকা এবং ১৫ টাকার জায়গায় দিতে হবে ৯০ টাকা। এই ভাড়া নির্ভর করছে আপনি কত দূর পথ সফর করবেন তার উপর নির্ভর করে।