Advertisements

দেশে এবার ওয়াটার মেট্রো! ভাড়া আর সুবিধা জানলে অবাক হবেন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ১১৩৭ কোটি টাকা দিয়ে ভারতে প্রথম চালু হচ্ছে ওয়াটার মেট্রো (Water Metro)। এই ওয়াটার মেট্রো দেশে প্রথমবার চালু হতে চলেছে কেরালায়। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই ওয়াটার মেট্রোকে দেশবাসীকে উৎসর্গ করেছেন। ওয়াটার মেট্রো তৈরি হয়েছে কেরালা সরকার এবং জার্মান সংস্থা KFW-র অর্থ ব্যয়ে। ভারতের প্রথম ওয়াটার মেট্রোর জন্য ব্যবহার করা হচ্ছে ৭৮টি বৈদ্যুতিক নৌকা এবং ৩৮ টি টার্মিনাল।

Advertisements

গণপরিবহনের ক্ষেত্রে নতুন এই ব্যবস্থা সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যেই আশা যোগাচ্ছে। এই ওয়াটার মেট্রো প্রকল্প গণপরিবহনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে বলে মনে করছেন সরকারি আধিকারিকরা। সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে যে যানজটের সম্মুখীন হতে হয় জলপথে সেই সম্মুখীন হতে হবে না।

Advertisements

মঙ্গলবার কেরলের কোচিতে চালু হতে চলা ওয়াটার মেট্রো বৃহস্পতিবার থেকে বাণিজ্যিকভাবে পরিষেবা প্রদান করতে শুরু করবে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের উদ্বোধন করবেন। ১৫ মিনিট অন্তর অন্তর ওয়াটার মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলেই জানা যাচ্ছে। ওয়াটার মেট্রো পরিষেবা চালু হবে ১৫ টি রুটে। এই ওয়াটার মেট্রো পরিষেবা ১০টি দ্বীপকে সংযুক্ত করবে। ৭৫ কিলোমিটার এলাকা কভার করবে ওয়াটার মেট্রো।

Advertisements

ওয়াটার মেট্রোতে প্রতিদিন টিকিট কাটার ঝামেলা নেই। একসঙ্গে সাত দিনের জন্য টিকিট কাটা যাবে এবং ১২টি ট্রিপ করা যাবে। এক্ষেত্রে খরচ হবে মাত্র ১৮০ টাকা। ৩০ দিনের জন্য ৫০টি ট্রিপ বুক করা যাবে আর তার জন্য খরচ হবে মাত্র ৬০০ টাকা। এছাড়াও রয়েছে ত্রৈমাসিক টিকিট বুকিংয়ের ব্যবস্থা।

ত্রৈমাসিক অর্থাৎ ৯০ দিনের জন্য একসঙ্গে ১৫০ টি ট্রিপ বুক করতে পারা যাবে। আর এর জন্য খরচ হবে মাত্র ১৫০০ টাকা। একসঙ্গে ৯০ দিনের ট্রিপ বুক করলে প্রতিটি ট্রিপের পিছনে খরচ হবে মাত্র ১০ টাকা। তবে এই পরিষেবার ক্ষেত্রে ন্যূনতম ভাড়া রাখা হয়েছে মাত্র ২০ টাকা।

Advertisements