Ford Motor Company returns to India through deal with Tata: বর্তমানে ভারতীয় গাড়ির বাজারে ঝড় তুলছে বৈদ্যুতিক গাড়িগুলি। প্রসঙ্গত, পেট্রোল ডিজেলের দাম বাড়ায় পরিবেশবান্ধব এই গাড়িগুলি আকর্ষণ করছে ক্রেতাদের। আর সেই ইলেকট্রিক গাড়িগুলোর দিকে লক্ষ্য করে ভারতীয় বাজারে চমক আনতে প্রত্যাবর্তন গ্লোবাল অটো মেজর ফোর্ড মটর কোম্পানির। পূর্বে লোকসানের কারণে অন্য দেশের স্থানান্তর করলেও বর্তমানে আবারও ভারতে ফিরছে ফোর্ড কোম্পানি। এমনি এমনি নয়, টাটার সাথে চুক্তি (Ford Tata Deal) করে ক্রেতাদের চোখ ধাঁধিয়ে দিতে আনছে দারুণ চমক।
প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বে ফোর্ড মোটর কোম্পানির ভারতে সানন্দ নামে একটি প্ল্যান্ট ছিল। কিন্তু ২০২১ সালে ভারতের এই কোম্পানির ব্যবসায় ভাটা শুরু হয়। গাড়ি বিক্রি কমে যায়। আর সেই লোকসানের কারণে ব্যবসা বন্ধ করে আমেরিকায় পাড়ি দেয় ফোর্ড কোম্পানি। টাটার কাছে বিক্রি করে ভারতের সানন্দ প্ল্যান্ট।
তবে বর্তমানে চেন্নাইতে ২টি প্ল্যান্ট রয়েছে কোম্পানির। সেই প্ল্যানটিও নাকি বিক্রি করে দেওয়ার চিন্তা করেছিল ফোর্ড কোম্পানি। এমনকি JSW গ্রুপের সাথে এই বিষয়ে কথাও হয়ে গিয়েছিল। তবে পরবর্তীকালে কোম্পানির মত পরিবর্তন হয়। চেন্নাইয়ের প্ল্যান্ট বিক্রি না করার সিদ্ধান্ত নেন। সাম্প্রতিক সময়ে সেই ফোর্ড কোম্পানি আবার ভারতে আসার চিন্তা ভাবনা করছে। কোম্পানি সম্পর্কে নানা ধরনের খবর আসছে। খবর আছে শুধু হাতে আসবে না ফোর্ড। ক্রেতাদের আকর্ষণ করতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে ভারতীয় বাজারে আগমন ঘটবে ফোর্ড কোম্পানির।
আরও পড়ুন ? TATA vs Ambani: এই ব্যবসায় টাটাদের রমরমা বাজার! দেখেশুনে চরম হিংসা আম্বানিদের, নিলেন নতুন পদক্ষেপ
রিপোর্ট সূত্রে খবর, খুব শীঘ্রই ভারতে প্রত্যাবর্তন হতে পারে ফোর্ড মোটর কোম্পানির। তবে একা একা নয়, খবর রয়েছে এর জন্য Tata Motors-এর সাথে হাত মেলাতে পারে ফোর্ড। ভারতীয় অটোমোবাইল বাজারে হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি আনতে টাটার সাথে চুক্তিবদ্ধ (Ford Tata Deal) হতে পারে। এর জন্য কোম্পানি চেন্নাইতে এই গাড়িগুলি তৈরীর ব্যবস্থা করতে পারে।
টাটা কি হাত মেলাবে ফোর্ড কোম্পানির (Ford Tata Deal) সঙ্গে? ভারতীয় অটোমোবাইল বাজারের শীর্ষস্থান দখলকারী কোম্পানি হল Tata Motors। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ক্রেতাদের আকর্ষণ করতে বাজারে আনে উন্নত মানের গাড়ি। সেক্ষেত্রে নিজের স্থান আরো বৃদ্ধি করতে এবং আরো লাভবান হতে ফোর্ড কম্পানিকে সাহায্য করতে পারে টাটা মোটরস। এক্ষেত্রে টাটা মোটরসেরও দারুন সুযোগ তৈরি হবে। ফোর্ডকে সাহায্য করায় ভারতের পাশাপাশি আমেরিকাতেও তার গাড়ি লঞ্চ করতে পারবে। তবে এখন অপেক্ষা ফোর্ড কোম্পানি (Ford Motor Company) ভারতের অটোমোবাইল বাজারে কবে তার ম্যাজিক দেখাবে।