Home Appliances Price: সস্তার দিন শেষ! এবার জুন থেকে এত টাকা বেশি দিয়ে কিনতে হবে এসি-ফ্রিজ, টিভি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকরা দিন দিন সৌখিন হতে শুরু করেছেন। এখন বাড়িতে বাড়িতে টিভি, ফ্রিজ সহ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স (Home Appliances) সামগ্রী জায়গা করে নিচ্ছে। আবার যেভাবে দিন দিন গরম বাড়ছে তাতে এসির মতো সামগ্রী সৌখিনতার পরিবর্তে প্রয়োজনীয় সামগ্রীতে পরিণত হচ্ছে। কিন্তু এবার এই সকল জিনিসের দাম (Home Appliances Price) নিয়ে একটি খারাপ খবর সামনে এলো।

Advertisements

বর্তমান পরিস্থিতিতে এখন অধিকাংশ পরিবারের সদস্যরাই এসি, ফ্রিজ, টিভির পাশাপাশি ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ইত্যাদির মতো সামগ্রী কিনে বাড়ি নিয়ে আসছেন। এছাড়াও প্রয়োজনের তাগিদে ফ্যান, রান্নাঘরের সরঞ্জাম, বৈদ্যুতিক তার, পাম্প ইত্যাদি তো আছেই। তবে এই সকল সামগ্রী এতদিন পর্যন্ত যে দামে গ্রাহকরা কিনতে পারছিলেন এবার তার থেকে বেশি টাকা খরচ করতে হবে।

Advertisements

জুন মাস থেকেই এই সকল বৈদ্যুতিন সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে বলেই জানা গিয়েছে সূত্র মারফত। এই সকল সামগ্রী প্রস্তুতকারী এবং সরবরাহকারী স্যামসাং ইলেকট্রনিক্স ইন্ডিয়া, হেভেলস, বাজাজ ইলেকট্রিক্যালস, ভি গার্ড ইত্যাদি যে সকল বড় সংস্থা রয়েছে সেই সকল ব্র্যান্ডেড সংস্থা তাদের সামগ্রীর দাম বাড়িয়েছে। দাম বৃদ্ধির ফলে এখন এই সকল বৈদ্যুতিন সামগ্রী কেনার জন্য গ্রাহকদের ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত বেশি খরচ করতে হবে। কিন্তু প্রশ্ন হল কেন এই সকল সামগ্রীর দাম বৃদ্ধি করা হলো?

Advertisements

আরও পড়ুন ? NHAI Toll Tax Hiked: হুস করে বেড়ে গেল Toll Tax! এবার দিতে এত এত বেশি টাকা

এই সকল সামগ্রীর দাম বৃদ্ধির পিছনে মূল যে কারণ রয়েছে তা হল কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়া। প্রয়োজনীয় এই সকল বৈদ্যুতিন সামগ্রী তৈরি করার ক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয় কাঁচামাল হলো অ্যালুমিনিয়াম। ইদানিংকালে অ্যালুমিনিয়ামের দাম ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক মাস ধরে লোহিত সাগরে সংকট তৈরি হওয়ার কারণে অন্য পরিবহনের খরচ বেড়ে গিয়েছে।

এমন পরিস্থিতিতে স্যামসাং ইলেকট্রনিক্স ইন্ডিয়া whatsapp এর মাধ্যমে তাদের শেয়ার হোল্ডারদের বিষয়টি সম্পর্কে জানিয়ে বলেছে, জুন মাস থেকেই তারা তাদের হোম অ্যাপ্লায়েন্স বিভাগে ২.৫ শতাংশ দাম বৃদ্ধির বিবেচনা করেছে। এর পাশাপাশি অ্যালুমিনিয়াম ও তামার দাম বৃদ্ধি পাওয়ার কারণে এসি, রেফ্রিজারেটরের দাম ৫ থেকে ৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। অন্যদিকে কিছু ছোট ব্র্যান্ডেড সংস্থা এই সকল জিনিসপত্রের দাম ৫ থেকে ৬ শতাংশ বাড়াতে চলেছে।

Advertisements