Oil Found in Kalighat: পেট্রোলের মত দামি জ্বালানি মিলল কলকাতার মাটিতে। অবাক হচ্ছেন? একেবারেই সত্যি ঘটনা। মাটির তলায় পেট্রল পাওয়া গেলো কলকাতার কালীঘাটে। বাতাসে ছড়িয়ে গেছে তেলের ঝাঁঝালো গন্ধ। ইতিমধ্যেই এই দামি জ্বালানির মিশে গেছে জলের সঙ্গে, ঘটনাটি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে কালীঘাট অঞ্চলে। কালীঘাটে মাটির তলায় কিভাবে আসলো এত পরিমান পেট্রোল? বিষয়টি নিয়ে এলাকাতে হাসি-ঠাট্টা-কৌতূহল সঙ্গে আতঙ্কও মিশে গেছে।
সূত্র মারফত জানা গেছে যে, ওই অঞ্চলে ছিল পুরনো একটি পেট্রল পাম্প, যার ব্যারেল ছিল মাটির নীচে। ব্যারেলে থাকা সেই জ্বালানিই (Oil Found in Kalighat) কোনওভাবে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে উপরে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হাজরা মোড়ে। হাজরা মোড়ের ফাঁকা জমির নিচ থেকে জল মেশানো তেল পাম্প করে তোলার কাজ হয়েছে। ঘটনাটি প্রসঙ্গে কলকাতা পৌরসভা জানিয়েছে, তেল নিয়ে গিয়েছে এইচপিসিএল।
আরো পড়ুন: কলকাতা স্থান পেল বিশ্বের সেরা শহরের তালিকায়, কি প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী
ঘটনাটি ঘটেছে ১৩৬ নম্বর হাজরা রোডে। যতীন দাস পার্কের ঠিক পাশে একটি খালি জমি রয়েছে এবং সেখান থেকে ২০০ লিটারের পাঁচ ড্রাম ভর্তি জল মিশ্রিত পেট্রল এবং স্লাজ তোলা হয়েছে(Oil Found in Kalighat)। যেখানে এই জ্বালানি পাওয়া গেছে তার ঠিক পাশেই রাজেশ্বর দাশগুপ্ত রোড। দুর্ঘটনা ঘটে যেতে পারত যে কোন মুহূর্তে কারণ এর পাশেই রয়েছে বহু দোকান এবং আবাসিক। এই দাহ্য জ্বালানি যেকোনো সময় বড় দুর্ঘটনা সৃষ্টি করতে পারতো। একজন স্থানীয় বাসিন্দা বলেছেন যে, গোটা এলাকা গত শুক্রবার থেকে ঝাঁঝালো গন্ধে ভরে গেছে। জমিতে জলের সঙ্গে তেল মিশিয়ে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে। রাস্তাতে জল জমে যাওয়াতে লক্ষ্য করা গেছে তার সঙ্গে মিশে রয়েছে তেল। ওই জমি থেকেই তেল বেরচ্ছিল। আবর্জনা পড়ে থাকাতে প্রথমে কিছুই বোঝা যাচ্ছিল না। কাউন্সিলরকে বিষয়টি জানিয়ে তেল তোলার ব্যবস্থা করা হয়।
আরো পড়ুন: জল সরবরাহের ঘাটতি মেটাতে এবার স্বয়ংক্রিয় ব্যবস্থা হাওড়ায়
কলকাতা পৌরসভার মতে খালি জমিটি পৌরসভার অন্তর্গত। জমিটি ফাঁকা পড়ে রয়েছে প্রায় কুড়ি বছর ধরে। কোন এক সময় ওই জমিতে ছিল পেট্রোল পাম্প। পৌরসভা নিজের জমি ফিরে পাওয়ার জন্য মামলা করেছিল এবং যার ফলে বন্ধ হয়ে যায় ওই পাম্প। যেহেতু জায়গাটি একটি পাম্প ছিল তার ফলে মাটির তলায় ছিল পেট্রোল ভর্তি ব্যারেল (Oil Found in Kalighat)।
অনুমান করা হচ্ছে কোনভাবে ব্যারেল ফুটো হয়ে তা বাইরে বেরিয়ে আসে এবং মিশে যায় জলের সঙ্গে। ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, যেহেতু জমিটি ফাঁকা ছিল তাই তাতে আবর্জনা ফেলা হতো। পৌরসভাকে বিষয়টি জানালে এইচপিসিএলকেও খবর দেওয়া হয়। তৎপরতার সঙ্গে সেই তেল উদ্ধারের কাজ চলে। এইচপিসিএলের এক আধিকারিক বলেন, নীচে দু’টি ব্যারেল রয়েছে। একটি ব্যারেলে ছিল ৯ হাজার লিটার এবং অন্যটিতে সাড়ে চার হাজার লিটার তেল। ৯ হাজারের ব্যারেলটি লিক হয়। প্রায় হাজার লিটার তেল-জল মিশে ছিল। আগামী কয়েক দিনের মধ্যে দু’টি ব্যারেল তোলা হবে।