নিজস্ব প্রতিবেদন : এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের ক্ষেত্রে দেশের অধিকাংশ মানুষ ট্রেনের উপর ভর করে যাতায়াত করে থাকেন। ট্রেনের উপর মানুষের এই নির্ভরশীলতার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের মেরুদণ্ড বলা হয়। বিপুলসংখ্যক মানুষের এই চাহিদার কথা মাথায় রেখে রেল নেটওয়ার্ককে সবসময় সাজিয়ে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে রেলের তরফ থেকে।
রেল পরিষেবাকে আরও উন্নত করে তোলার জন্য ভারতীয় রেল বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ভারতে চালু করেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এই ট্রেনটি দেশে এখনো পর্যন্ত ১৮টি চালু হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এবার একদিনে একসঙ্গে ৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালুর পরিকল্পনা নিয়েছে রেল। এই পাঁচটি ট্রেনের মধ্যে আবার দুটি রয়েছে একই রাজ্যের জন্য।
একই দিনে একসঙ্গে পাঁচটি বন্দে ভারত চালু হবে আগামী ২৬ জুন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মধ্য দিয়ে নতুন পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন সবুজ পতাকা দেখিয়ে। ভারতীয় রেলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। একসঙ্গে পাঁচটি বন্দে ভারত যে সকল রুটে চালু হবে তার তালিকাও সামনে এসেছে।
যে সকল রুটে একসঙ্গে পাঁচটি বন্দে ভারত চালু করা হবে সেই সকল রুটগুলি হল, পাটনা-রাঁচি, মুম্বই-গোয়া, বেঙ্গালুরু-হুবলি, ভোপাল-ইন্দোর এবং ভোপাল-জব্বলপুর। অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং মধ্যপ্রদেশ এই পাঁচটি বন্দে ভারত পেতে চলেছে। এই ৫ টি বন্দে ভারতের মধ্যে বেশ কয়েকটি আবার বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro)।
অন্যদিকে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই তিনটি বন্দে ভারত চালু হয়েছে। খুব তাড়াতাড়ি আরও দুটি বন্দে ভারত মেট্রো চালু হবে। যদিও সেগুলি কবে চালু হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে সঠিকভাবে কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই দুটি বন্দে ভারত মেট্রো চালু হবে বাংলায়। যেগুলির মধ্যে যাবে একটি হাওড়া থেকে আজিমগঞ্জ এবং অন্যটি হাওড়া থেকে ভাগলপুর।