Indo-China Conflict: অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবির পাল্টা ভারতের! মুখ লুকাচ্ছেন জিনপিং

Prosun Kanti Das

Published on:

Advertisements

India has counterclaimed China’s claim in the Indo-China Conflict over Arunachal Pradesh: হঠাৎ করে অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ বলে দাবি করা শুরু করেছে চীন। শুধু দাবি করেনি রীতিমতো সেই অঞ্চলের বিভিন্ন এলাকার উপর নিজের দখলদারিও শুরু করেছে। ইচ্ছে মতো জায়গার নাম পাল্টানোর মতন বড় পদক্ষেপ নিতেও দ্বিধা বোধ করেনি। সবকিছু যেন হাতের মোয়া চাইলেই সব নিয়ে নেওয়া যায়। কিন্তু চীনের এই খামখেয়ালিপনাকে একেবারেই প্রশ্রয় দিচ্ছে না ভারত (Indo-China Conflict)। চীনের এই দাবিকে “হাস্যকর” বলে উড়িয়ে দিয়েছে আমাদের দেশ ভারতবর্ষ।

Advertisements

সম্প্রতি অরুণাচল প্রদেশ নিয়ে চীন ও ভারতের মধ্যে একটা বাগযুদ্ধের (Indo-China Conflict) সূচনা হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র হঠাৎ করেই অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ বলে দাবি করেছেন। এর প্রত্যুত্তরে ভারতের বিদেশ মন্ত্রক রনধীর জয়সওয়াল বলেছেন, অরুণাচল প্রদেশ বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবেও। তিনি আরো বলেন যে, একটা ভিত্তিহীন দাবি বারবার করতে থাকলেই তা বাস্তবে পরিণত হয় না। অরুণাচল প্রদেশের সাধারণ মানুষ আগেও যেমন ভারতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুযোগ-সুবিধা পেতো, এখনো পাচ্ছে আর ভবিষ্যতেও পেতে থাকবে।

Advertisements

অরুণাচল প্রদেশের উপর চীনের নজর পরেছে বহু দিন আগেই। কিন্তু সম্প্রতি বেজিং অরুণাচল প্রদেশ কে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে। আর তার প্রত্যুত্তরেই (Indo-China Conflict) এত কড়া ভাষায় উত্তর দিতে বাধ্য হয় ভারত। ভারতের বিদেশ মন্ত্রক চীনের প্রতিরক্ষা মন্ত্রকের এই অদ্ভুত দাবীকে একেবারে উড়িয়ে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে পাওয়া এমন কড়া জবাব বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Advertisements

আরও পড়ুন ? Dibang River Dam: চীনের কানের তলায় দেশের বৃহত্তম বাঁধ বেঁধে লাটাই কাড়তে চলেছে ভারত, খরচ কত, মিলবে কি সুবিধা

অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ আর তার প্রমাণ রয়েছে ভারতীয় মানচিত্রে বহুদিন ধরে। কিন্তু হঠাৎ করেই চিন দাবি করেছে অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ। শুধু এটুকুতেই থেমে থাকেনি, নিজের মতন করে এই এলাকার নাম পরিবর্তন করে রেখেছে “জাঙ্গনান”। বিতর্কের (Indo-China Conflict) শুরু থেকেই ভারত কড়া পদক্ষেপ নিয়েছে। চীনের দাবি কে হাওয়ায় উড়িয়ে দিয়ে ভারত জানিয়েছে, অরুণাচল প্রদেশ বরাবর ভারতের অংশ ছিল আর ভবিষ্যতেও থাকবে কেউ হঠাৎ করে এসে জায়গার নাম পরিবর্তন করে ফেললেই মানচিত্র পাল্টে যাবে না। অযৌক্তিক কথা বারবার বললেও সত্যিটা বদলে ফেলা সম্ভব নয়। চীনের এই দাবি বড়ই হাস্যকর।

২০২০ সালের মে মাসে লাদাখ নিয়ে সংঘর্ষে (Indo-China Conflict) চীন ও ভারতীয় সামরিক বাহিনীর মধ্যে যে অচল অবস্থার সৃষ্টি হয় তার পরই এলসি বরাবর উন্নয়নের জন্য ভারতের তরফ থেকে যে প্রকল্প শুরু করা হয়েছে তার একটি অংশ হল সেলা ট্যানেল। ২০২০ সালের চীন ও ভারত সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা ও ৪ জন চৈনিক সেনা নিহত হবার পর দুই পক্ষই পৃথক পৃথকভাবে প্রায় ৫০০০০ জন করে সেনা মোতায়ন করে রেখেছে লাদাখে।

Advertisements