দৃষ্টিহীন হয়েও বাজিমাত হিমানীর, তবে এই প্রশ্নে হাতছাড়া হলো ৭ কোটি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দৃষ্টিহীন হলেও তাঁর জ্ঞানের আলো কতটা তীব্র তা সম্প্রতি টের পেয়েছে গোটা দেশ। তার এই প্রখর জ্ঞানের আলো দিয়ে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সামনে কৌন বানেগা ক্রোড়পতি ১৩ নম্বর সিজনে প্রথম কোটিপতি হলেন আগ্রার শিক্ষক হিমানী বুন্দেলা। তার সামনে সুযোগ ছিল ৭ কোটি টাকা জিতে নেওয়ার। তবে শেষ প্রশ্নে তিনি আটকে যান এবং খেলা ছাড়েন।

Advertisements

Advertisements

কোটির ঘরে পৌঁছানোর সময় এই দৃষ্টিহীন শিক্ষিকার সামনে আসা প্রশ্নটি ছিল বেশ কঠিন। অমিতাভ বচ্চন ছাড়াও অনেকেই ভেবেছিলেন এবার হয়তো তিনি আটকে যাবেন। কিন্তু সেই প্রশ্ন তাকে আটকাতে পারেনি। প্রশ্নটি ছিল, ‘নুর ইনায়াত খান ব্রিটিশ গুপ্তচর হিসাবে ফ্রান্সে কাজ করতে কোন ছদ্মনাম ধারণ করেছিলেন?’ উত্তর দেওয়ার ক্ষেত্রে হিমানী কিছুটা সময় নেন। তবে সঠিক উত্তর দিয়েই জয় করেন কোটি টাকা। উত্তরটি হলো ‘জেন ম্যারি রেনিয়ের’।

Advertisements

এরপর এই হিমানীর সামনে উঠে আসে ৭ কোটি টাকার প্রশ্ন। যদিও সেই প্রশ্নের উত্তর হিমানীর জানা না থাকায় তিনি কোনরকম ঝুঁকি না নিয়ে খেলা ছাড়েন। তবে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই তিনি হতেন সাত কোটি টাকার মালিক। তবে তা তাঁর হাতছাড়া হয়। ৭ কোটি টাকার সেই প্রশ্নটি ছিল ডঃ বি আর আম্বেদকর সম্পর্কিত। অমিতাভ বচ্চন তাকে প্রশ্ন করেন, ‘কি ছিল সেই গবেষণা পত্রের শীর্ষক যা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ডক্টরেট ডিগ্রী লাভের জন্য ১৯২৩ সালে জমা দিয়েছিলেন ডঃ বি আর আম্বেদকর?’

এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হিমানীর সামনে ছিল চারটি অপশন। যে গুলি হল, ‘a) দ্য ওয়ান্ট অ্যান্ড দ্য মিনস অফ ইন্ডিয়া, b) দ্য প্রবলেম অফ দ্য রুপি, c) ন্যাশ্যানাল ডিভিডেন্ট অফ ইন্ডিয়া এবং d) দ্য ল অ্যান্ড লয়ারস।’

এই প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকার জন্য হিমানী খেলা শেষ করার কথা জানান এবং এক কোটি টাকা জিতে সিজনের প্রথম কোটিপতি হোন। তবে এই সাত কোটি টাকার প্রশ্নের উত্তরটি পরে দর্শকদের জানান সঞ্চালক অমিতাভ বচ্চন। এই প্রশ্নের সঠিক উত্তর অনেকেরই জানা রয়েছে। আপনার তা জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন।

Advertisements