Lakshadweep: মালদ্বীপ অতীত! এবার লাক্ষাদ্বীপ নিয়ে নতুন সুসংবাদ, জানলে গর্বে বুক ভরে যাবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian government’s new plan to attract tourists to Lakshadweep: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হবার পর থেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। তা কাজের সূত্রেই হোক বা নিছকই মনোরঞ্জনের জন্যই হোক। তাঁর প্রত্যেক বারের ভ্রমণ কাহিনী সোশ্যাল মিডিয়ায় আলোচনার অংশ হয়ে ওঠে। এবারেও তার অন্যথা হয়নি। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি লাক্ষাদ্বীপ (Lakshadweep) ভ্রমনে যান। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে তার অবসর সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।

Advertisements

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই লাক্ষাদ্বীপ (Lakshadweep) ভ্রমণের কথা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার সাথে সাথে কটুক্তির জেরে মালদ্বীপের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে অনেকটাই। কিন্তু লাক্ষাদ্বীপের সাথে ভারতের অন্যান্য প্রান্ত গুলির যোগাযোগ ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে তৎপর হয়ে উঠেছে ভারতীয় সরকার। এই ঘটনার পর লাক্ষাদ্বীপের পর্যটন শিল্প আচমকাই অনেকটাই উন্নতি করেছে।

Advertisements

লাক্ষাদ্বীপ (Lakshadweep) ভ্রমণের প্রধান আকর্ষণ হল সেখানকার বিলাসবহুল ক্রুজ ভ্রমণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে, ভারতীয় পর্যটন আধিকারিক ইমতিয়াজ মুহাম্মদ টিবি জানান, নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসছে লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য খোঁজ খবর নেবার উদ্দেশ্যে। দেশীয় পর্যটক ছাড়াও বিদেশি পর্যটকদের মধ্যেও উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি পর্যটকের সংখ্যা বাড়ার কারণে বেশকিছু জাহাজের সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা করছে ভারত সরকার। ভারতের অন্যান্য অংশের সাথে মাত্র কয়েকটি বিমান সংযোগের মাধ্যমে লাক্ষাদ্বীপের যোগাযোগ রয়েছে। কিন্তু এবার যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করতে বিমানের সংখ্যাও আরো অনেক বাড়ানো হতে পারে বলে ধারণা করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Sukhoi-30 MKI: কঠিন পরিস্থিতি হলেই রাস্তায় নামবে যুদ্ধবিমান! ভারতের শক্তি দেখে ভয়ে কাঁপছে শত্রুরা

ভবিষ্যতে লাক্ষাদ্বীপে (Lakshadweep) পর্যটক এর সংখ্যা আরো অনেকগুন বেড়ে যেতে চলেছে বলে ধারণা করা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। পর্যটন আধিকারিক সহ বেশ কিছু পর্যটকরা জানিয়েছেন যে, মোদিজির লাক্ষাদ্বীপ সফরের পরেই লাক্ষাদ্বীপ ভ্রমণ সম্পর্কে এতটা উৎসাহী হয়েছেন তারা। এর আগে লাক্ষাদ্বীপ যাতায়াত করা নিয়ে তাদের মধ্যে যে সংশয় ছিল নরেন্দ্র মোদির ভ্রমণের পর সব সংশয় দূর হয়ে গিয়েছে।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের জানুয়ারি মাসে লাক্ষাদ্বীপ (Lakshadweep) সফরে আসেন। সেখানে এসে সেখানকার বালির সিবিচ, নীল জল, নীল আকাশ ইত্যাদি মনকারা প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তিনি তার ব্যক্তিগত এক্স এর প্লাটফর্মে শেয়ার করেন। এবং ক্যাপশন হিসেবে লেখেন যারা সাহসী অভিযান চালাতে ভালোবাসেন লাক্ষাদ্বীপ তাদের তালিকায় থাকা বাঞ্ছনীয়। এর ঠিক পরের দিনই প্রায় ৫০ হাজার মানুষ একই দিনে লাক্ষাদ্বীপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য গুগল সার্চ করেছিলেন।

Advertisements