নিজস্ব প্রতিবেদন : স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মের ব্যবহার। আগে যেখানে মানুষ বিনোদনের জন্য টিভির সামনে বসে থাকতেন, এখন সেই জায়গায় তারা হাতের সামনে নিয়ে বসেন স্মার্টফোন। সিরিয়াল থেকে সিনেমা, খেলা থেকে প্রতিযোগিতা মূলক বিভিন্ন অনুষ্ঠান এখন স্মার্টফোনেই দেখে নেওয়া যায়।
কাজ করতে করতে ওটিটি প্লাটফর্মের মধ্য দিয়ে এই সকল বিনোদনের চাহিদা পূরণ হওয়ার পরিপ্রেক্ষিতে দিন দিন বেড়ে চলেছে Amazon Prime Video, Netflix, Disney + Hotstar, Zee5, SonyLIV সহ বিভিন্ন OTT প্ল্যাটফর্মের। তবে এই সকল প্লাটফর্ম ব্যবহার করার জন্য একদিকে যেমন প্রয়োজন হয় ইন্টারনেট ঠিক তেমনি আবার অন্যদিকে লাগে সাবস্ক্রিপশন। এক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার নিয়ে আসছে যুগান্তকারী পরিবর্তন।
যুগান্তকারী পরিবর্তনের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে, ইন্টারনেট ছাড়াই এই ধরনের ওটিটি প্ল্যাটফর্মের আনন্দ উপভোগ করতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারীরা। বিষয়টি অবাক করা হলেও এমনই পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। যুগান্তকারী এই প্রযুক্তি তৈরিতে কেন্দ্রকে সাহায্য করছে প্রসার ভারতী ও IIT খড়গপুরের ইঞ্জিনিয়াররা। এই পরীক্ষা সফল হলে ইন্টারনেট ছাড়াই ওটিটি প্ল্যাটফর্ম দেখতে পারবেন ব্যবহারকারীরা।
যেভাবে ইন্টারনেট ছাড়া এফএম রেডিওতে গান শোনা যায় ঠিক সেই রকমই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। যে কারণেই প্রথম থেকেই বলা হচ্ছে বিষয়টি অবাক করা হলেও সত্যির দিকে এগোতে চলেছে। DoT সেক্রেটারি কে রাজারামন জানিয়েছেন, যে D2M পরিষেবার জন্য ব্যান্ডটি 526-582 MHz-এ কাজ করা হচ্ছে, যা মোবাইল এবং সম্প্রচার পরিষেবা উভয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এ জন্য একটি কমিটিও গঠন করেছে টেলিকম বিভাগ।
আনুমানিক ২ দশক আগে ডাইরেক্ট টু হোম (D2H) পরিষেবা নিয়ে এসেছিল প্রসার ভারতী। এক্ষেত্রে ইন্টারনেট ছাড়া মোবাইলে ওটিটি প্ল্যাটফর্ম দেখতে পাওয়ার যে সুবিধা প্রদান করা হবে সেক্ষেত্রে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে। এমন পরীক্ষা-নিরীক্ষা সফল হলে ব্যবহারকারীদের খরচ অনেক কমে যাবে।