নিজস্ব প্রতিবেদন : ভারতের নিষেধাজ্ঞা জারি হল MasterCard এর উপর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২২ শে জুলাই থেকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, এমনকি প্রিপেড গ্রাহকদের কোনরকম কার্ড দিতে পারবেনা MasterCard। বুধবারই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া MasterCard সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করার কারণ হলো তাদের বিরুদ্ধে নীতি ভঙ্গের অভিযোগ রয়েছে। মাস্টারকার্ড এশিয়া/প্যাসিফিক সংস্থা পেমেন্ট সিস্টেমস ডেটা সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। তবে এই নিষেধাজ্ঞা জারি করার আগে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল বলে দাবি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে, “যথেষ্ট সময় এবং সুযোগ দেওয়া সত্ত্বেও পেমেন্ট সিস্টেমের ডেটা স্টোরেজ সংক্রান্ত নিয়মাবলী পালনে সক্ষম হয়নি এই সংস্থা। যে কারণে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
অন্যদিকে এই নিষেধাজ্ঞার কারণে গ্রাহকদের উপর তা কতটা প্রভাব পড়বে তা নিয়ে নানান কৌতুহল শুরু হয়েছে। তবে জানা যাচ্ছে এই নিষেধাজ্ঞার কারণে এর কোনো প্রভাব গ্রাহকদের উপর পড়বে না। তাই আপাতত তাদের কিছু করতে হবে না।
তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ মেনে দেশের সমস্ত ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্ক সংস্থাগুলিকে নির্দিষ্ট তারিখের পর থেকে মাস্টারকার্ড সংস্থার কোন কার্ড ইস্যু করতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম্স অ্যাক্ট ২০০৭-এর ১৭ নম্বর সেকশন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এই নিষেধাজ্ঞা কেবলমাত্র মাস্টারকার্ড সংস্থার ক্ষেত্রেই জারি হল এমনটা নয়। গত তিনমাস আগে একই কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমেরিকান এক্সপ্রেস এবং ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনালের কার্ড ইস্যু করা স্থগিত করে।