Asansole Station: যতদিন যাচ্ছে উন্নত হচ্ছে ভারতীয় রেলের পরিষেবা। বর্তমানে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য লাগেনা বেশি সময়। ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। হাওড়া–আসানসোল রুটে সময় আগের থেকে অনেকটাই কমেছে মেল–এক্সপ্রেস ট্রেনের। বিশেষ কিছু ট্রেনে দু’ঘণ্টারও কম সময়ে হাওড়া থেকে পৌঁছনো যাবে আসানসোলে। এরফলে সবথেকে বেশি উপকৃত হবে শিল্পাঞ্চল সংলগ্ন এলাকার বাসিন্দারা।
ভারতের রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে হাওড়া–গয়া বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল (Asansole Station) পৌঁছবে মাত্র ১ ঘণ্টা ৪৮ মিনিটে। আগে যে পথ যেতে সময় লাগত আড়াই ঘণ্টা এখন আরো কম সময়ে পৌঁছানো যাবে। হাওড়া থেকে হাওড়া–গয়া বন্দে ভারত ছাড়বে ৬টা ৪৫ মিনিটে। আসানসোলে পৌঁছবে ৮টা ৩৩ মিনিটে। আবার, হাওড়া–পাটনা বন্দে ভারত হাওড়া থেকে আসানসোল পৌঁছতে সময় নেবে ১ ঘণ্টা ৫৪ মিনিট। বিকেল ৩টে ৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে বিকেল ৫টা ৪৪ মিনিটে ট্রেনটি পৌঁছবে আসানসোলে।
এছাড়া, হাওড়া–দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস পৌঁছে যাবে দু’ঘণ্টার কম সময়ে। মাত্র ১ঘণ্টা ৫৭ মিনিটে হাওড়া থেকে ছেড়ে এই ট্রেনটি আসানসোল (Asansole Station) পৌঁছবে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিমান দত্ত জানিয়েছেন, রেললাইনের সংস্কার থেকে শুরু করে, সিগন্যাল ও টেলি-কমিউনিকেশনের আধুনিকীকরণের ফলেই ট্রেনেগুলির গতি বাড়ানো হয়েছে। যারফলে গন্তব্যস্থলে যাত্রীরা খুব সহজেই পৌঁছাতে পারবে। নতুন এই সময়সীমা চালু আছে বছরের প্রথম থেকেই।
আরও পড়ুন:Darjeeling Mail: রেলযাত্রীদের জন্য বিরাট খবর, দার্জিলিং মেল-এর রুট বদল হচ্ছে শীঘ্রই
এই পরিষেবা শুধুমাত্র প্রথম সারির ট্রেনের ক্ষেত্রে হবে তা নয়। শিল্পাঞ্চলের নিত্যযাত্রীরা যে দু’টি গুরুত্বপূর্ণ ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এবং কোলফিল্ড এক্সপ্রেসে যাতায়াত করে তাদেরও সময় কমেছে। কোলফিল্ড এক্সপ্রেস হাওড়া থেকে আসানসোলে (Asansole Station) রাত ৮টা ১৮ মিনিটের বদলে ১৪ মিনিট আগে পৌঁছবে। সকালে এই ট্রেনটি আসানসোল থেকে ছাড়ত ৭টায়। তার পরিবর্তে ১০ মিনিট আগে অর্থাৎ ৬টা ৫০ মিনিটে ছাড়বে। ব্ল্যাক ডায়মন্ড হাওড়া থেকে ছেড়ে আসানসোল পৌঁছত ৯টা ৪১ মিনিটে। কিন্তু এখন যাবে ১০ মিনিট আগে।
আসানসোল (Asansole Station) থেকে ঐ ট্রেনটি বিকেল ৫টা ৩৪ মিনিটে ছাড়ত। কিন্তু এখন ট্রেনটি ছাড়বে ১০ মিনিট আগে, ৫টা ২৪ মিনিটে। রেল সূত্রে জানা গেছে, মোট ৬৩টি মেল, এক্সপ্রেস ট্রেনের গতি বাড়িয়ে যাত্রার সময় ন্যূনতম ৫ মিনিট থেকে সর্বোচ্চ ৫৫ মিনিট পর্যন্ত কমানো হয়েছে। আবার পূর্ব রেলে চলাচলকারী আটটি ইএমইউ, এমইএমইউ ও ডিএমইউ–এর গতি বাড়ানোয় সময় কমেছে ৬ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত। এছাড়াও পূর্ব রেলে পূর্বা, শতাব্দী ও জনশতাব্দীর মতো সুপারফাস্ট এক্সপ্রেসগুলিরও আগের থেকে সময়ের পরিবর্তন হয়েছে। সময় কমাতে সবথেকে বেশি সুবিধা হয়েছে ক্রিটিক্যাল রোগীদের। দু’ঘণ্টার মধ্যে আসানসোল থেকে কলকাতায় নিয়ে যাওয়া গেলে দ্রুত তাদের চিকিৎসা করানো যাবে।