Upper Primary Recruitment: খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে উচ্চ প্রাথমিকের প্যানেল, বিজ্ঞপ্তি জারি করল এসএসসি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Upper Primary Recruitment: খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে উচ্চ প্রাথমিকের প্যানেল, বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। উচ্চ প্রাথমিকে নিয়োগ (Upper Primary Recruitment) প্রক্রিয়া নিয়ে অনেক দিন ধরেই চলছিল জটিলতা। প্রায় আট বছর লড়াই করার পর হাইকোর্টের নির্দেশে সেই জট কাটানো সম্ভব হয়েছে। হাই কোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনকে। ১৪ হাজার ৫২ টি পদে দ্রুত নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। এই নির্দেশের উপর ভিত্তি করে সম্প্রতি নোটিশ জারি করল এসএসসি কর্তৃপক্ষ। এই মাসের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত প্যানেল।

Advertisements

চাকরির দাবিতে লড়ছিলেন একাধিক চাকরিপ্রার্থী। উচ্চ প্রাথমিক নিয়োগ (Upper Primary Recruitment) সংক্রান্ত জট কাটাতে হিমশিম খেতে হয়েছে সকলকেই। শেষমেশ হাইকোর্টের নির্দেশে সেই জট কাটানো সম্ভব হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর নিয়ে হাজির হয়েছে এসএসসি। খুব শীঘ্রই নিয়োগ করার দাবি তুলেছিল চাকরিপ্রার্থীরা। এই দাবি নিয়ে ২৩ তারিখ এসএসসি ভবন ঘেরাও করেছিল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ । যদিও পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ থেমে যায়। যে সময় চাকরিপ্রার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছিল, ঠিক সেই সময়ে প্রকাশিত হয় এই বিজ্ঞপ্তি।

Advertisements

শেষবারের মতো উচ্চ প্রাথমিক পরীক্ষার নিয়োগ (Upper Primary Recruitment) সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ২০১৬ সালের ২৩ শে সেপ্টেম্বর। সেই বছরই স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আয়োজন করা হয়। ২ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু পরীক্ষার পর আর কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি এসএসসির তরফ থেকে। এরপর প্রায় তিন বছর পর ২০১৯ সালের আগস্ট মাসে ইন্টারভিউ এর জন্য তালিকা প্রকাশ করা হয়। এরপরই ওঠে নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ। একাধিক অভিযোগের কারণে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এরপর নিয়োগ প্রক্রিয়া একেবারে স্তব্ধ হয়ে যায়। প্রায় আট বছর লড়াইয়ের পর ২০২৪ এ এসে জট কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এসএসসিকে।

Advertisements

আরো পড়ুন: লাভ না ক্ষতি? DVC-র সঙ্গে সম্পর্ক শেষ করলে কী হবে রাজ্যের বাসিন্দাদের

উচ্চ প্রাথমিকে নিয়োগ (Upper Primary Recruitment) সংক্রান্ত জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ২০২০ সালে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়ে দেয়। তারপরেই ২০২৩ সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে মামলা নিয়ে যাওয়া হয়। এরপর হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যত তাড়াতাড়ি সম্ভব প্যানেল প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করতে হবে। কিন্তু কাউকে নিয়োগ সংক্রান্ত কোনো সুপারিশ করতে পারবেনা এসএসসি। এরপর আবারো ওঠে অভিযোগ। অভিযোগ করা হয় ২০২৩ সালের ইন্টারভিউ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে ১৪৬৩ জনকে। তাও আবার শুধুমাত্র অনুমানের ভিত্তিতে। এই মামলা আসে তপোব্রত চক্রবর্তী এবং পার্থসারথি চট্টোপাধ্যায়ের হাতে।

শেষ পর্যন্ত ১৮ই জুলাই ২০২৪ উচ্চ প্রাথমিকের নিয়োগ (Upper Primary Recruitment) সংক্রান্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে ১৪৬৩ জনকে বাদ দেওয়া কোনমতে যুক্তিযুক্ত নয়। যত তাড়াতাড়ি সম্ভব মোট ১৪,৩৩৯ টি শূণ্যপদের মধ্যে ১৪ হাজার ৫২ টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এসএসসিকে। যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করতে হবে মেধা তালিকা। এরপরই রাজ্যের বর্তমান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু নিয়োগ সংক্রান্ত আশ্বাস দিয়েছে চাকরিপ্রার্থীদের। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সপ্তাহের মধ্যেই উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করা হবে। এবং এই তালিকা প্রকাশের পরই কাউন্সিলিং এর দিন ঘোষণা করা হবে এসএসসির পক্ষ থেকে।

Advertisements