Priya Saroj: বর্তমানে সবথেকে চর্চিত খবর হলো ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং বিয়ে করছেন সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে। তাদের সম্পর্ক আস্তে আস্তে এগোচ্ছে বিয়ের দিকে। তবে দুজনেই একেবারে ভিন্ন জগতের মানুষ। একদিকে প্রিয়া সরোজের রাজনৈতিক এবং অ্যাকাডেমিক জীবন, অন্যদিকে রিঙ্কু সিংয়ের ক্রিকেট ক্যারিয়ার। দুজনের ক্যারিয়ার ভিন্ন হলেও পেছনে রয়েছে এক অভূতপূর্বক কাহিনী।
চলুন একনজরে দেখে নিই প্রিয়া সরোজের জীবনযাত্রা সম্পর্কে। ২৬ বছর বয়সী প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মাছিলিশাহর আসনের সাংসদ। তিনি প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছিলেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে। প্রিয়ার (Priya Saroj) বাবা তুফানি সরোজ হলো সমাজবাদী পার্টির একজন প্রতিষ্ঠিত নেতা। লোকসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন মোট তিনবার এবং বর্তমানে কেরাকাট আসন থেকে বিধায়ক।
তুফানি সরোজের মোট সম্পত্তির পরিমাণ অবাক করার মত। প্রায় ৬.৫৫ কোটি টাকা, সম্পত্তির উৎস হল নগদ অর্থ, ব্যাংক ডিপোজিট, LIC পলিসি, তিনটি গাড়ি, এবং গহনা। পাশাপাশি রয়েছে ২.৫৫ কোটি টাকার কৃষি জমি এবং ২.৬৫ কোটি টাকার আবাসিক সম্পত্তি। অন্যদিকে, প্রিয়া সরোজের (Priya Saroj) ব্যক্তিগত সম্পত্তি বাবার তুলনায় অনেকটাই কম। তার সম্পত্তির পরিমাণ ১১.২৫ লাখ টাকা, যার মধ্যে ১০.১০ লাখ টাকা ব্যাংকে জমা রয়েছে। তার নামে কোনরকম গাড়ি নেই। শিক্ষাগত যোগ্যতা হলো, প্রিয়া নতুন দিল্লির এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে স্কুল শেষ করেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। পরবর্তীকালে অবশ্য নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন:Harsha Richhariya: মহাকুম্ভ মেলার এই সুন্দরী কে, সামনে এলো তার আসল পরিচয়
অন্যদিকে রিঙ্কু সিং হল ভারতীয় ক্রিকেট জগতের এক উদীয়মান সূর্য। ইনি জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ১২ অক্টোবর উত্তরপ্রদেশের আলিগড়ে। তিনি পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ। পিতার নাম খানচন্দর সিং এলপিজি সিলিন্ডার বিতরণের কাজ করতেন। ক্রিকেটে তার এই সাফল্য সত্যি প্রশংসনীয়। বর্তমানে নিজের সাফল্য দিয়ে অবস্থা ফিরিয়েছেন পরিবারের। রিঙ্কু সিং একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৫-এর জন্য ১৩ কোটি টাকায় তাকে ধরা হয়েছে। তার আয়ের উৎস হলো, আইপিএল ফি, বিসিসিআই-এর চুক্তি এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট। রিঙ্কুর নামে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, এর বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এছাড়াও রয়েছে একাধিক দামি গাড়ি, যেমন ফোর্ড এন্ডেভার, টয়োটা ইনোভা এবং মাহিন্দ্রা স্করপিও-এন।
যতদিন যাচ্ছে ততই জল্পনা তুঙ্গে উঠছে প্রিয়া সরোজ (Priya Saroj) এবং রিঙ্কু সিংয়ের বিয়ে নিয়ে। সোশ্যাল মিডিয়াতে এখন এটি হচ্ছে সবথেকে বেশি চর্চিত বিষয়। একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদের মেয়ে এবং একজন সফল ক্রিকেটারের এই জুটি অনুপ্রেরণার প্রতীক। একদিকে যেমন রয়েছে প্রিয়া সরোজের মেধা ও রাজনীতির প্রতি নিষ্ঠা, তেমনি অন্যদিকে আছে রিঙ্কু সিংয়ের পরিশ্রম ও ক্রিকেটীয় সাফল্য। দুইয়ের মিলিত প্রচেষ্টায় এদের জীবনযাত্রার ভিন্ন দিক তুলে ধরে।