নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের ক্ষেত্রে ট্রেন (Train) এবং ভারতীয় রেল (Indian Railways) এমন একটি মাধ্যম যাতে প্রায় প্রতিটি মানুষ চরেছেন। এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের ক্ষেত্রে ট্রেন অন্যতম মাধ্যম হওয়ার কারণে একে ভারতের গণ পরিবহনের মেরুদন্ড বলা হয়। তবে অনেকেই রয়েছেন রেলের বহু সাংকেতিক চিহ্ন সম্পর্কে ওয়াকিবহাল নন।
ট্রেনের বিভিন্ন সাংকেতিক চিহ্ন রয়েছে যেগুলি সম্পর্কে বহু মানুষ ওয়াকিবহাল না হলেও সেগুলি জেনে রাখা প্রয়োজন। কারণ এই সকল সাংকেতিক চিহ্নর মধ্য দিয়েই বিপুল অর্থ বহন করা হয়ে থাকে। ঠিক সেই রকমই ট্রেনের শেষ কামরার শেষে ব্যবহার করা হয়ে থাকে X চিহ্ন। এই X চিহ্ন কেন ব্যবহার করা হয়ে থাকে তা নিয়ে বহু মানুষের মধ্যেই কৌতুহল রয়েছে, আবার অনেকের মধ্যে রয়েছে দ্বিমত। সেই সকল প্রশ্নের উত্তর এবার সরাসরি রেলের তরফ থেকে দেওয়া হল।
কি কারণে ট্রেনের শেষ কোচে X চিহ্ন ব্যবহার করা হয় তার সঠিক উত্তর দেওয়ার জন্য ভারতীয় রেলের তরফ থেকে একটি টুইট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ট্রেনের শেষ কোচে হলুদ রঙের X চিহ্ন ব্যবহার করার অর্থ হলো ট্রেনটি কোন কোচ না রেখেই গন্তব্যের দিকে পাড়ি দিয়েছে।
অর্থাৎ এই চিহ্নের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হয় এটিই ছিল ট্রেনের শেষ কোচ, যা ওই ট্রেনের সঙ্গেই সফররত। এর পাশাপাশি এই চিহ্ন ট্রেনের যে সকল কর্মী রয়েছেন তাদের বুঝতে সাহায্য করে যে ট্রেনটি পাড়ি দেওয়ার সময় ভুল করে কোন কোচ ফেলে আসেনি।
Did you Know?
The letter ‘X’ on the last coach of the train denotes that the train has passed without any coaches being left behind. pic.twitter.com/oVwUqrVfhE
— Ministry of Railways (@RailMinIndia) March 5, 2023
ট্রেনের শেষ কোচের শেষে ‘X’ লেখার কারণ জানাতে গিয়ে রেলের তরফ থেকে টুইটে উল্লেখ করা হয়েছে, ‘আপনি কি জানেন? ট্রেনের শেষ কোচে ‘X’ লেটারটি থাকার অর্থ হল কোনও কোচকে না রেখেই ট্রেনটি চলে গিয়েছে।’