LIC Scheme: ৪০ বছরে অবসর নিলেও মাসে মাসে মিলবে বেতন! LIC-র এই স্কিমের কামালে ফুর্তিতে কাটান বাকী জীবন

Antara Nag

Published on:

Advertisements

Spend the rest of your life in Joy if you invest in this LIC Scheme: জীবন বিমার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ চোখ বন্ধ করে ভরসা করেন ভারতীয় জীবন বিমা নিগম তথা এলআইসি (LIC) এর উপরে। এটি হলো দেশের অন্যতম বৃহৎ বিমা সংস্থা যা মানুষকে ভরসা যুগিয়ে আসে বহু বছর ধরে। এলআইসিতে বিভিন্ন ধরনের পলিসি আছে এবং মানুষ তার পছন্দ অনুযায়ী যেকোন পলিসি করতে পারে। সঞ্চিত অর্থ ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখতে গেলে এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। এলআইসির বিভিন্ন ধরনের স্কিমে (LIC Scheme) মানুষ বিনিয়োগ করতে পারবেন এবং রিটার্ন পাবেন অনেক বেশি।

Advertisements

এলআইসির মাধ্যমে শুধুমাত্র যে বিমা করা যায় তা নয়, আপনি নিঃসন্দেহে আপনার অর্থ সঞ্চয় করতে পারবেন এর বিভিন্ন স্কিমে। আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন এলআইসির এক বিশেষ স্কিম (LIC Scheme) সম্পর্কে যেখানে মাসে মাসে পেনশনের সুবিধা পাওয়া যাবে। আপনিও যদি চল্লিশ বছরের নিতে চান অবসর এবং মাসে মাসে পেনশনের সুবিধা পেতে চান তাহলে এই স্কিম আপনার পক্ষে একেবারে উপযুক্ত।

Advertisements

এলআইসির সরল পেনশন যোজনা গ্রাহকের জন্য নিয়ে এসেছে খুশির খবর। গ্রাহকদের মধ্যে এটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এটি আসলে একটি ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান। আপনি যদি এই স্কিমে (LIC Scheme) সঞ্চয় করেন তাহলে মাসে মাসে পেয়ে যাবেন পেনশন। তবে এর জন্য আপনাকে মাসে মাসে কোন টাকা দিতে হবে না। এখন প্রশ্ন হল এই স্কিমে বিনিয়োগ করার জন্য বয়সসীমা কিরকম হওয়া দরকার? ৪০ থেকে ৮০ বছর বয়সী যেকোন ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারবে। এল আই সির এই বিশেষ পলিসিতে আপনাকে মাত্র একবারই প্রিমিয়াম দিতে হবে। পলিসি নেওয়ার সময় থেকেই পেনশন পেতে শুরু করবেন গ্রাহক।

Advertisements

পলিসি হোল্ডাররা যদি যায় মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক ভিত্তিতে পেনশন নিতে পারবেন। ধরুন কোন ব্যক্তি যদি ৬০ বছরের আগেই পেনশন নিতে চান তাহলে সেই সুবিধা তিনি পেয়ে যাবেন এই স্কিমের মাধ্যমে। আপনি যদি পেনশন পেতে চান তাহলে আপনাকে নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করতেই হবে। আর ১০০০ টাকা পেনশন পাওয়ার জন্য একসঙ্গে ২.৫ লক্ষ টাকা জমা করতে হবে। এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোন বয়সসীমা বাধা নেই।

এলআইসির এই স্কিমের (LIC Scheme) নিয়ম হল:

আরও পড়ুন ? SWP Plan: প্রতিমাসে পান ১০০০০ টাকা, শুধু একবার বিনোযোগ করুন SBI-এর এই SWP প্ল্যানে

১) ৪০ বছর বয়সী কোনো ব্যক্তি যদি একেবারে ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে তিনি অনায়াসে প্রতি মাসে পেয়ে যাবেন ১২,৩৮৮ টাকা পেনশন।

২) এই পলিসি আপনি চাইলে জয়েন্ট কিংবা সিঙ্গেল করতে পারেন। ধরুন আপনি এলআইসির এই পলিসিটি জয়েন্ট পলিসি করলেন তাহলে স্বামী কিংবা স্ত্রী যেকোনো একজনের মৃত্যু হলে অপরজন সেই পেনশন লাভ করবেন।

৩) আর যদি কোন কারনে দুজনেরই মৃত্যু হয় তাহলে যিনি নমিনি থাকবেন তিনি বিনিয়োগের সমস্ত অর্থ লাভ করতে পারবেন।

Disclaimer: বাংলাXP কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা সংস্থা নয়। উপরিক্ত নিবন্ধটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। বাংলাXP কোনোভাবেই কাউকেই বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে না। কোনো খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে নিজেস্ব চিন্তা-ভাবনা, গবেষণা এবং বাজারগত ঝুঁকি নেওয়ার সহনশীলতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে।

Advertisements