STF-এর হানায় আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার বীরভূমে

Himadri Mondal

Published on:

Advertisements

হিমাদ্রি মণ্ডল : বিশেষ তদন্তকারী দল STF-এর অতর্কিত হানায় বীরভূমের সিউড়িতে উদ্ধার হল বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ বিস্ফোরক। এই ঘটনার আন্তঃরাজ্য অস্ত্র কারবারিদের যোগ রয়েছে বলে জানানো হয়েছে বিশেষ তদন্তকারী দল এবং বীরভূম জেলা পুলিশের তরফে।

Advertisements

বিশেষ তদন্তকারী দল STF-এর কাছে গোপন সূত্রে খবর আসে এই সকল বিপুলসংখ্যক অস্ত্র এবং বিপুল পরিমাণ বিস্ফোরক চালান করা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। সেই খবর মতো তারা হানা দেওয়ার প্রস্তুতি নেন। বীরভূম জেলার পুলিশের তরফ থেকে সহযোগিতা চাওয়া হয় এবং বীরভূমের সিউড়ি থানার পুলিশের সহযোগিতায় এই মেজর অপারেশন চালানো হয়।

Advertisements

ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানিয়েছেন, “STF-এর কাছে এই ঘটনা নিয়ে খবর ছিল। সেইমতো তারা আমাদের থেকে সহযোগিতা চায়। আমাদের পুলিশ কেবলমাত্র ওই বিস্ফোরক বোঝায় গাড়িটিকে আটক করতে সহযোগিতা করেছে। ঘটনায় বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পাশাপাশি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে।”

Advertisements

জানা গিয়েছে, রবিবার দুপুর নাগাদ বিহার থেকে একটি লরি যাচ্ছিল কলকাতার উদ্দেশ্যে। ওই গাড়িতেই এই বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝায় ছিল। পুলিশের তরফ থেকে ওই গাড়িটি সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তার সাথে ১৪ নং জাতীয় সড়কের সংযোগস্থলে আটকানো হয় এবং তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে STF। STF-এর তরফ থেকে জানানো হয়েছে এই অপারেশনে উদ্ধার করা হয়েছে, ৫টি ৭ এমএম পিস্তল, দশটি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড গুলি ও ২০ কেজি বারুদ।

Advertisements