Warmest Place in India: হার মানল রাজস্থান, হার মানল ওড়িশা! টানা দু’দিন দেশের উষ্ণতম জায়গার তকমা পেল বাংলার এই এলাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের উষ্ণতম (Warmest Place in India) এলাকা হিসাবে যে জায়গার নাম উঠে আসে সেটি হল রাজস্থানের শ্রীগঙ্গানগর। তবে এবার গরমে একেবারেই পাত্তা পায়নি রাজস্থানের এই এলাকা। গরমের দিক দিয়ে সবাইকে পিছনে ফেলে দিন কয়েক আগে তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল ওড়িশার বারিপদ এবং বৌধ। যেখানে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছিল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements

তবে এবার এসবকে হার মানিয়ে দেশের উষ্ণতম স্থান হিসাবে বাংলার একটি জায়গার নাম উঠে এলো। যেভাবে ওই এলাকার সর্বোচ্চ তাপমাত্রার পারদ বাড়তে বাড়তে এই জায়গায় এসে পৌঁছেছে তাতে হার মেনেছে রাজস্থান, হার মেনেছে ওড়িশা, হার মেনেছে দিল্লির মতো এলাকাও। শুধু তাই নয়, আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গের আরও একটি জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪৮.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলেও জানানো হয়েছে।

Advertisements

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে তাতে টানা দুদিন পশ্চিমবঙ্গের ওই এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভারতের যে কোন এলাকার থেকে বেশি। দেশের উষ্ণতম স্থান হিসাবে যে জায়গাটির কথা বলা হচ্ছে সেটি হল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডলা। যেখানে গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ৪৬ ডিগ্রী ছুঁইছুঁই। শুক্রবার থেকে এই এলাকার সর্বোচ্চ তাপমাত্রা অস্বাভাবিক জায়গায় পৌঁছে যায় এবং ওই এলাকায় দেশের সর্বোচ্চ তাপমাত্রার এলাকায় পরিণত হয়।

Advertisements

আরও পড়ুন ? Shatrughan Sinha Property and Education Qualification: সংসার চালাতে মেয়ের কাছে কোটি কোটি টাকা ধার! বিহারী বাবু শত্রুঘ্ন সিনহার পড়াশুনা কতদূর

এর আগে বাংলায় সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা যেত পানাগড়ে। তাপমাত্রার নিরিখে এখনো পানাগড় উপর দিকে চড়ছে। শনিবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আগামী সপ্তাহের মঙ্গলবার রাজ্যের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রীতিমতো সকলকে চমকে দেবে বলেই হাওয়া অফিসের অনুমান। কেননা ঐদিন পাঁশকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। যদি এমনটা হয় তাহলে এই রেকর্ড এর আগে কোনদিনও হয়নি বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে।

এমন পরিস্থিতি থেকে মুক্তির বিষয়ে হাওয়া অফিসের তরফ থেকে এখনও পর্যন্ত কোনরকম সুখবর শোনানো হয়নি। উপরন্তু হাওয়া অফিস যা জানাচ্ছে তাতে দিন দিন পরিস্থিতি অবনতির দিকেই যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বেশকিছু জেলাজুড়ে তাপপ্রবাহ বইবে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায় অতি তীব্র তাপপ্রবাহ টের পাওয়া যাবে।

Advertisements