Once you visit this fountain village in Darjeeling, you won’t want to come back: জৈষ্ঠ্যের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা। অর্থাৎ গরমের শেষে এবার বর্ষা ঢোকার পালা রাজ্যে। এখনো গরমের দাপট তেমনভাবে কমেনি। তাই এই গরম থেকে দূরে একটু ঠান্ডা এলাকায় ছুটি কাটাতে চলে যাচ্ছেন অনেকেই। ভ্রমণ প্রিয় পর্যটকদের কাছে গরমের ছুটি কাটানোর জন্য পছন্দের জায়গা গুলির তালিকায় রয়েছে দার্জিলিং এর নাম। যদিও শুধু গরমকালে নয় সারা বছরই এখানে পর্যটকদের ভিড় দেখা যায়। কিন্তু মূল দার্জিলিং বাদ দিয়ে একটু আশপাশের জায়গাগুলো থেকেও ঘুরে আসতে পারেন আপনারা। দার্জিলিং এরই অন্তর্গত এমন একটা জায়গার (Jharna village in Darjeeling) খোঁজ রইল আজকের প্রতিবেদনে। যেখানে গেলে মুগ্ধ হবেন আপনি।
দার্জিলিং এর ঝর্ণা গ্রাম (Jharna village in Darjeeling)। গ্রামটির আসল নাম সাকিয়াং। কিন্তু বেশিরভাগের কাছেই গ্রামটি ঝর্ণা গ্রাম নামেই পরিচিত। অবশ্য একে ঝর্নার গ্রাম না বলে ঝর্নার রাজ্য বললেও খুব একটা ভুল হবে না। এই এলাকায় বসতি খুব একটা বেশি নেই। খুব বেশি হলে ১০ থেকে ২০ টি বাড়ি রয়েছে এই এলাকায়। দার্জিলিংয়ের লাগোয়া এই ছোট্ট পাহাড়ি গ্রামটির সৌন্দর্য অবর্ণনীয়। পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্যই যথেষ্ট।
এতক্ষণে নিশ্চয়ই মনে প্রশ্ন এসেছে এলাকাটার নাম ঝর্নার গ্রাম (Jharna village in Darjeeling) কেন? তাইতো? পাহাড়ের গায়ে ঝর্ণা আমরা অনেকেই দেখেছি। কিন্তু এ যেন ঝর্নার গায়ে একটা ছোট্ট গ্রাম। যেদিকেই তাকাবেন শুধু ঝর্ণাই দেখবেন। চারিদিকে পাহাড় আর ঝর্ণার সমারোহে ঘেরা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম সাকিয়াং। এখানে ৫০ টিরও বেশি ঝর্ণা রয়েছে। যাদের গতিপথ, অবস্থান এমনকি সৌন্দর্য সবকিছুই একে অপরের চেয়ে আলাদা। প্রতিটা ঝর্ণা আলাদাভাবে আপনাকে মুগ্ধ করার ক্ষমতা রাখে।
আরও পড়ুন ? Travel Spot: উত্তরবঙ্গ মানেই দার্জিলিং নয়, ভারত-ভুটানের নদীর পাড়ের এই গ্রাম গেলেও মন ছড়িয়ে যায়
সমুদ্রে ঘুরতে গিয়ে কাকড়ার দর্শন পাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু পাহাড়ি কাকড়ার নাম শুনেছেন কখনো? সাকিয়াং এ (Jharna village in Darjeeling) গেলেই দেখতে পাবেন পাহাড়ি কাকড়া। এখানে একটি ছোট্ট নদীও রয়েছে, তার উপর রয়েছে ছোট্ট একটি সেতু। পাহাড়, ঝর্ণা, নদী সবকিছু মিলেমিশে যেন এক মোহময়ী আবহাওয়ার সৃষ্টি করেছে। নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে উপভোগ করতে পারেন সেই আমেজ। এখানে বাড়িঘর তেমন নেই ঠিকই, তবে নদীর পাড়ে কয়েকটি হোমস্টে রয়েছে। আপনি চাইলেই সেখানে রাত্রিযাপন করতে পারবেন।
কিভাবে যাবেন? খুব সোজা দার্জিলিংয়ের পেডাং থেকে কাগে যাবার পথে মাত্র ৩ কিলোমিটার এগোলে পথেই পড়বে সাকিয়াং (Jharna village in Darjeeling)। পেডং বা দার্জিলিং থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন। খরচ পড়বে মাত্র ৫০০ টাকা। তবে পর্যটকদের ভীড় থাকলে, ভাড়া একটু বেশি পড়লেও পড়তে পারে। জনবসতি কম থাকার কারণে এলাকাটি তুলনামূলক শান্ত ও নিরিবিলি। এখানকার প্রাকৃতিক সৌভাগ্য উপভোগ করার জন্য জায়গাটি অত্যন্ত মনোরম। এবার থেকে দার্জিলিং এলে অবশ্যই ঘুরে আসবেন সাকিয়াং গ্রামটি থেকেও। এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে হতাশ করবে না। প্রসঙ্গত উল্লেখ্য, সিকিমেও সাকিয়াং নামে একটি গ্রাম রয়েছে, সেই গ্রাম থেকে দার্জিলিংয়ের সাকিয়াং কিন্তু একেবারেই আলাদা।