Petrol-Diesel Price: মুকেশ আম্বানির সাহায্যে স্বস্তি পাবে কেন্দ্র! পেট্রোল-ডিজেলের দামে আসতে পারে বড় বদল

Prosun Kanti Das

Published on:

Advertisements

With the help of Ambani, the central govt assured us that it would reduce the high price of petrol and diesel: বর্তমানে ভারতবর্ষের মুদ্রাস্ফীতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বাড়ছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। পেট্রোল, ডিজেলের বেড়ে চলা দামের (Petrol-Diesel Price) কারণে একপ্রকার জর্জরিত সাধারণ মানুষ। বাড়ছে সোনার দামও। মাত্র কয়েক মাসের ব্যবধানে সোনার দাম এতটাই বেড়েছে যে ছুঁয়ে দেখার সামর্থ্যও নেই অনেক পরিবারের। কিন্তু এই সমস্যার কিছুটা সমাধান হয়তো হলেও হতে পারে। তেমনই আশ্বাস পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

Advertisements

লোকসভা ভোটের আবহে এই মুদ্রাস্ফিতি বড় টপিক হয়ে উঠেছে, কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলির কাছে। এই সমস্যা মেটাতে এগিয়ে এসেছে মুকেশ আম্বানি। পেট্রোল ডিজেলের দাম (Petrol-Diesel Price) কমাতে তিনি সাহায্য করতে পারেন কেন্দ্রীয় সরকারকে। কিভাবে? কিভাবে এবং কেন মুকেশ আম্বানি কেন্দ্রীয় সরকারকে মুদ্রাস্ফীতি কমাতে সাহায্য করবে? সে সম্পর্কে বিস্তারিত তথ্য রইলো আজকের প্রতিবেদনে।

Advertisements

কিছুদিন আগে অব্দি রাশিয়ার কাছ থেকে কম দামে পেট্রোল ডিজেল কিনতে পারছিলো ভারত। হঠাৎ করেই রাশিয়া পেট্রোল ডিজেলের দামে (Petrol-Diesel Price) ছাড়ের পরিমাণ অনেকটা কমিয়ে ফেলেছে। এই ছাড় না পাওয়ার কারণে ভারতে পেট্রোল ডিজেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে এতখানি। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমী দেশগুলো রাশিয়াকে একপ্রকার বয়কট করে। ফলে রাশিয়া কোন প্রকার পণ্য বিদেশে রপ্তানি করতে পারছিল না। দেশের এই পরিস্থিতি সামাল দিতেই রাশিয়া পেট্রোল ডিজেলের মতো অপরিশোধিত তেলের দামে ব্যাপক ছাড় ঘোষণা করে। তখন ভারত রাশিয়ার কাছ থেকে বেশ কম দামে অপরিশোধিত তেল সংগ্রহ করতে থাকে। লাভও হচ্ছিল ভালই। কিন্তু বর্তমানে রাশিয়া পেট্রোল ডিজেলের দামে দেওয়া ছাড় অনেকটাই কমিয়ে ফেলেছে । তাই ভারতের লভ্যাংশও কমে গেছে অনেকটা।

Advertisements

আরও পড়ুন ? Maruti Suzuki EWX EV: পেট্রোল-ডিজেলের খেলা শেষ! এবার মার্কেট কাঁপাবে Maruti-র নতুন EV কার

বর্তমানে রাশিয়া পেট্রোল ডিজেলের দামে (Petrol-Diesel Price) দেওয়া ছাড় অনেকটা কমিয়েছে। প্রতি ব্যারলে প্রায় ২ ডলার কমিয়েছে ছাড়ের পরিমাণ। আগে ভারত প্রতি ব্যারেলে প্রায় ১০ ডলার ছাড়ে পেট্রোল বা ডিজেল কিনতে পারত রাশিয়ার কাছ থেকে। এখন সেই ছাড়ের পরিমাণ কমে দাঁড়িয়েছে ব্যারেল পিছু ৮ ডলার। ব্যারেল পিছু ২ ডলার ছাড়ের খামতি ভারতকে অনেকটাই আর্থিক সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। ইউক্রেন যুদ্ধের সুযোগ নিয়ে প্রথম দিকে কম দামে পেট্রোল ডিজেল কিনে বেশ লাভের মুখ দেখছিল ভারত কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছে না।

দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সরকারি বেসরকারি সমস্ত কোম্পানিগুলিকে একত্রিত হওয়ার ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। বেড়ে চলা পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price) কমানোর জন্য এই মুহূর্তে তেল কোম্পানিগুলিকে রাশিয়ার কাছ থেকে তিন ভাগের এক ভাগ তেল কেনার পরামর্শ দিয়েছে ভারত সরকার। বিভিন্ন কোম্পানিগুলিকে অনুরোধ করা হয়েছে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য। রাশিয়ার কাছ থেকে যাতে সর্বাধিক ছাড়ে তেল কেনা সম্ভব হয় সে বিষয়ে চেষ্টা চালিয়ে যেতে বলা হয়েছে সকলকেই। এইখানেই মুকেশ আম্বানির কামাল। তিনি রাশিয়ার কাছ থেকে সর্বাধিক ছাড়ে পেট্রোল ডিজেল ক্রয় করতে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন ভারতকে। বাস্তবে এই ঘটনা ঘটলে পেট্রোল ডিজেলের দাম অনেকটাই কমে যাবে ভারতে।

Advertisements