এই দেশে হাজার হাজার মুসলমানদের বাস, অথচ মসজিদ একটাই, কারণ জানলে অবাক হবেন

Antara Nag

Updated on:

Advertisements

এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের একমাত্র যে দেশে একটিও মসজিদ (Mosque) নাই বা তৈরি করার অনুমতিও নাই। পৃথিবীতে এমন একটি দেশও রয়েছে যেখানে মুসলমানরা বসবাস করেন তবে সেখানে মসজিদ নির্মাণের অনুমতিও নেই। এই দেশের নাম স্লোভাকিয়া। স্লোভাকিয়া (Slovakia) উন্নত বিশ্বের একটি দেশ, যেখানে মুসলমানদের অবশ্যই বাস করে তবে সেখানে মসজিদও নেই বা তৈরি করার অনুমতি নাই।

Advertisements

এই দেশটিকে একসময় চেকোস্লাভাকিয়া (Czechoslovakia) বলা হত। এরপর দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে দুটি আলাদা দেশে পরিণত হয়। একটি দেশকে বলা হয় চেক রিপাবলিক (Czech republic) এবং অন্য দেশকে বলা হয় স্লোভাকিয়া (Slovakia)। একটি পৃথক দেশে পরিণত হয়েছিল। চেকোস্লভাকিয়া ভেঙে যাবার পর বসনিয়া ও আলবেনিয়ার মতো দেশ থেকে অনেক মুসলমান এখানে শরণার্থী হয়ে আসার চেষ্টা করেছিলেন।

Advertisements

স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ। তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষে এর সদস্য হয়। এ দেশে একটি মসজিদ নির্মাণ নিয়েও বিতর্ক রয়েছে। এই জায়গার রাজধানী ব্রাটিসিওভা। ২০০০ সালে, স্লোভাকিয়ার রাজধানীতে একটি ইসলামিক কেন্দ্র তৈরির বিষয়ে একটি বিতর্ক হয়েছিল। ব্রাটিসিওভের মেয়র স্লোভাক ইসলামী ওয়াকফ ফাউন্ডেশনের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে বর্তমানে এখানে এশিয়া (Asia) থেকে আসা অন্যান্য মুসলমানরাও আছেন।

Advertisements

প্রকৃতপক্ষে, ২০১৫ সালে শরণার্থীদের ইউরোপে স্থানান্তর একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেই সময়, স্লোভাকিয়া ২০০ জন খ্রিস্টানকে আশ্রয়ও দিয়েছিল, কিন্তু মুসলিম শরণার্থীদের আশ্রয় দিতে অস্বীকার করেছিল। এ বিষয়ে স্পষ্টতা প্রদান করে স্লোভাকিয়ার পররাষ্ট্র মন্ত্রক বলেছে যে তাদের মুসলমানদের উপাসনার কোনও জায়গা নেই, যার কারণে মুসলমানদের আশ্রয় দেওয়া দেশে অনেক সমস্যার কারণ হতে পারে। তবে এই সিদ্ধান্তের সমালোচনাও করেছিল ইউরোপীয় ইউনিয়ন।

তাৎপর্যপূর্ণভাবে, ৩০ নভেম্বর ২০১৬-এ স্লোভাকিয়া একটি আইন পাস করে যাতে ইসলামকে (Islam) ধর্মীয় মর্যাদা দেওয়া নিষিদ্ধ করা হয়েছিল। এই দেশে ইসলাম ধর্ম চর্চা করার কোন কেনা প্রতিষ্ঠান নাই বা তৈরিকরার কোন অনুমতিও নেই। স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের একমাত্র দেশ যেখানে একটিও মসজিদ নেই।

একবার, স্লোভাকিয়ার প্রেসিডেন্ট রবার্ট ফিকো অস্ট্রিয়ান একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, স্লোভাকিয়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেশ। এই দেশে তারা লাখ লাখ মুসলিম অভিবাসীকে আশ্রয় দিতে পারবেন না। কারণ ইসলামীরা এসে সারা দেশে মসজিদ বানাতে শুরু করবে এবং সেখানকার প্রকৃতি, সংস্কৃতি ও রাষ্ট্রীয় মূল্যবোধ পরিবর্তনের চেষ্টা করবে। তাই তারা সেখানে মসজিদ বানাতে দিতে চান না।

Advertisements