Advertisements

Andal Airport: সেজে উঠবে অন্ডাল এয়ারপোর্ট, মিলবে আরো সুযোগ-সুবিধা! নতুন উদ্যোগ নিল JSW

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বাংলার বুকে যে সকল বিমানবন্দর রয়েছে তার মধ্যে অন্যতম বিমানবন্দর হলো কলকাতা বিমানবন্দর অর্থাৎ নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বাদে রাজ্যে যে সকল বিমানবন্দর রয়েছে তার মধ্যে অন্যতম বিমানবন্দরটি হল কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি অনেকের কাছে অন্ডাল এয়ারপোর্ট (Andal Airport) আবার অনেকের কাছে দুর্গাপুর এয়ারপোর্ট নামেও পরিচিত।

Advertisements

পশ্চিম বর্ধমানে তৈরি হওয়া এই বিমানবন্দর ধীরে ধীরে দেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং ধীরে ধীরে বিভিন্ন রুটে নতুন নতুন বিমান পরিষেবা চালু করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই বিমানবন্দরটির চাহিদা যতই বেড়ে চলেছে ততই বিমানবন্দরের পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে এবার বিমানবন্দরকে আরো সাজিয়ে, আরো সুযোগ সুবিধা তুলে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হল।

Advertisements

অন্ডাল এয়ারপোর্টের পরিকাঠামো উন্নয়নের জন্য জেএসডব্লিউ গ্রুপ বিনিয়োগ করবে বলে ঘোষণা করা হয়েছে। jsw গ্রুপের এমন বিনিয়োগের পরিপ্রেক্ষিতে দুর্গাপুর এলাকার ব্যাপক উন্নতি এবং উন্নয়ন হবে বলেই জানা গিয়েছে। এই বিমানবন্দর পশ্চিম বর্ধমান জেলার অবিচ্ছেদ্য অংশ হওয়ার কারণে এখানে এই বিমানবন্দর তৈরি করা হয়েছে এরোট্রোপলিসের একটি সমন্বিত উপাদান হিসেবে।

Advertisements

আরও পড়ুন ? X-ray scanners Security checking: যাত্রীদের জন্য স্বস্তির খবর, কলকাতা এয়ারপোর্টে নতুন ব্যবস্থায় সহজেই চড়া যাবে বিমানে

নতুন যে পরিকল্পনা নিয়ে হোন্ডার বিমানবন্দর কে সাজানো হবে বলে জানা যাচ্ছে তাতে দুর্গাপুর শহর গোটায় ঢেকে যাবে বিমানবন্দরের ছোঁয়ায়। এর ফলে অন্যান্য আরো যে সকল এয়ারলাইন্স রয়েছে সেগুলি আকৃষ্ট হবে এবং এর ফলে এই বিমানবন্দর থেকে আরো বিভিন্ন সংস্থার বিমান বিভিন্ন রূপে পরিষেবা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবে। আর এসব হলেই মূলত পশ্চিম বর্ধমান জেলার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য পরিপাঠামোয় আরও বদল চলে আসবে।

পরিকল্পনা মাফিক এই বিনিয়োগের পরিপ্রেক্ষিতে দুর্গাপুর বিমানবন্দরে নানান আপগ্রেড করা হবে। এছাড়াও সম্প্রসারণ অন্তর্ভুক্ত করা হয়েছে পরিকল্পনার মধ্যে। সে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মধ্যে রয়েছে নতুন টার্মিনালের উন্নয়ন, উন্নত রানওয়ে এবং এরই সঙ্গে সঙ্গে মিলবে উন্নত যাত্রী পরিষেবা। আর এই সকল উন্নয়নের কাজ হলে দুর্গাপুর থেকে বিভিন্ন জায়গায় বিমানের যে চাহিদা রয়েছে তা অনেক বেশি পূরণ হবে। কেননা পরিকল্পনামাফিক কাজ হওয়ার পর বিমানবন্দরের ক্ষমতা এবং অপারেশনাল দক্ষতা কয়েকগুণ বেড়ে যাবে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যতম বিমানবন্দর হিসাবে পরিচিত অন্ডাল বিমানবন্দরে বিনিয়োগ হলে বাংলার প্রভূত উন্নতি হবে বলেও মনে করা হচ্ছে।

Advertisements