ভাইফোঁটার দিন জাতীয় সড়কে পর পর গাড়ির সংঘর্ষ, আহত ৫

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : ভাইফোঁটার দিন বীরভূমের ১৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে একটি মোটরবাইক সহ চারটি গাড়ি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। আহত এই পাঁচজনের মধ্যে রয়েছে এক শিশু, যার আঘাত গুরুতর।

Advertisements

শনিবার এই দুর্ঘটনাটি ঘটে বীরভূমের দুবরাজপুর থানা এলাকার রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নং জাতীয় সড়কের উপর কোল্ড স্টোরেজের কাছে। দুর্ঘটনার পর তড়িঘড়ি আহত ব্যক্তিদের উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাদের মধ্যে গুরুতর আহতদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল আনা হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisements

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কোল্ড স্টোরেজের কাছে থাকা একটি পেট্রোল পাম্প থেকে একটি মোটরবাইক জ্বালানি ভরে জাতীয় সড়কের ওপর উঠেছিল। সেই সময়ই দ্রুতগতিতে আসা একটি লরি ধাক্কা মারে একটি চারচাকা গাড়িতে। এরপর ওই মোটরবাইকটি ধাক্কা মারে চারচাকার পিছনে। আবার তাদের পেছনে থাকা আরেকটি চারচাকা গাড়ি তাদের এসে ধাক্কা মারে। এইভাবে পর পর চারটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে যায়।

Advertisements

এই ঘটনায় সবথেকে বেশি ক্ষতি হয় ওই মোটরবাইকে থাকা তিনজন আরোহীর। যাদের মধ্যে থাকা এক শিশু আঘাত গুরুতর। আহত প্রত্যেককেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ।

পর পর গাড়ির এই দুর্ঘটনায় লরিটি আসছিল পাণ্ডবেশ্বর থেকে দুবরাজপুরের দিকে এবং দুর্ঘটনাগ্রস্ত বাকি তিনটি গাড়ি যাচ্ছিল দুবরাজপুরের দিক থেকে পাণ্ডবেশ্বরের দিকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত গতি থাকার কারণেই নিয়ন্ত্রণ রাখতে পেরেই দুর্ঘটনা ঘটেছে।

Advertisements